E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ার ক্লিনিক পাড়ায় সিভিল সার্জনের অভিযান

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৮:৩৯:৩১
কলাপাড়ার ক্লিনিক পাড়ায় সিভিল সার্জনের অভিযান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সরকারি অনুমতি না থাকলেও কলাপাড়ার ক্লিনিকগুলোতে চলছে অবৈধ গর্ভপাত ও সিজারিয়ান অপারেশন।

ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের প্রয়োজনীয় সুবিধা না থাকায় রোগী মৃত্যুর ঘটনাও ঘটছে। ল্যাবগুলোতে ভুয়া ডাক্তার বসিয়ে চলছে অপচিকিৎসা ও টেষ্ট বানিজ্য। তাই কলাপাড়ায় স্বাস্থ্য সেবার মান ফিরিয়ে আনতে কলাপাড়ার ক্লিনিক পাড়ায় আকস্মিক পরিদর্শন করেন পটুয়াখালী সিভিল সার্জন ডা.এ এম মজিবুল হক।

মঙ্গলবার দুপুরে এ অভিযানের খবর পেয়ে লাইফ কেয়ার ডায়গনষ্টিক ল্যাব ও লাইফ কেয়ার ডায়গনষ্টিক ল্যাব-২ তালাবদ্ধ করে পালিয়ে যায় মালিকরা।

জানা যায়, ছয়টি ল্যাব ও ক্লিনিকেরও একটিরও সঠিক কাগজপত্র সিভিল সার্জনকে দেখাতে পারেননি মালিকরা। এতোদিন ভুয়া কাগজপত্র দিয়েই চলছিলো এই ক্লিনিকগুলোর অপচিকিৎসা। অধিকাংশ ক্লিনিকের নেই পরীক্ষাগার ও পাশ করা টেকনেশিয়ান।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোকমান হাকিম জানান, অভিযানের খবর পেয়ে লাইফ কেয়ার ডায়গনষ্টিক ল্যাব ও লাইফ কেয়ার ডায়গনষ্টিক ল্যাব-২ তালাবদ্ধ করে চলে যাওয়ায় তাদের কাগজপত্র দেখা যায়নি। অন্য ছয়টি ল্যাব ও ক্লিনিকেরও একটিরও সঠিক কাগজ নেই। তাই পটুয়াখালী গিয়ে এ ব্যাপারে সিভিল সার্জন সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান।

(এমকেআর/এলপিবি/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test