E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি ভাওয়াল কলেজে বহিরাগতদের হামলা আহত ৪, আটক ১

২০১৫ অক্টোবর ০৭ ১৮:৫১:১০
সরকারি ভাওয়াল কলেজে বহিরাগতদের হামলা আহত ৪, আটক ১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বুধবার দুপুরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। সাধারণ ছাত্ররা জনি (২০) নামে এক যুবককে আটক করে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

জানা গেছে, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং কয়েকটি ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল বুধবার। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হককে। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং জেলার সব এমপিকে বিশেষ অতিথি করা হয়।

এ উপলক্ষে কলেজ মাঠে মঞ্চ নির্মান করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বেলা সাড়ে ১২টার দিকে ৩০-৩৫ জনের একদল বহিরাগত লাঠিসোটা নিয়ে কলেজ প্রবেশ করে। তারা মঞ্চের ২০-২২টি চেয়ার ভাংচুর এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর চড়াও হয়। এ সময় কলেজে আতংক ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা দৌড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পরে সাধারন ছাত্ররা জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া দেয় এবং পাল্টা হামলা করে। এতে ৪ জন আহত হয়। এ সময় জনিকে পিটুনী দিয়ে আটকের পর পুলিশে সোপর্দ করে ছাত্ররা।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, আহত ৫ ছাত্রকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়। তারা হলেন, জনি (২০), হ্যাভেন (১৬), শাকিল (১৭), পারভেজ (১৬) ও মনির (১৬)। এদের মধ্যে জনিকে পুলিশ প্রহরায় ভর্তি করা হয়েছে। হ্যাভেনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন সবুজ জানান, বহিরাগতরা ওই হামলা চালিয়েছে। সাধারণ ছাত্ররা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জয়দেবপুর থানার এসআই নূর মোহাম্মদ জনিকে আটকের কথা স্বীকার করেছেন।

(এসএএস/এএস/অক্টোবর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test