E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০১৫ অক্টোবর ১৩ ১৬:১০:০৯
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, এলডিপিবি ও ওয়াইএমসিএ এর আয়োজনে ‘‘জ্ঞানই জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয় মঙ্গলবার।

দিবসের মধ্যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জিও/এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোঃ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকাররম হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ হক, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, এনজিও প্রতিনিধি বিপ্লব রাংসা, মায়া মান্দা, বাবুল আখতার প্রমূখ।

আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের দূর্যোগ বিষয়ে এক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(এনএস/এলপিবি/অক্টোবর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test