E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণ এখন ভাত-কাপড় চায় না:স্পিকার

২০১৫ নভেম্বর ০৬ ২০:৪৮:০২
জনগণ এখন ভাত-কাপড় চায় না:স্পিকার

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি :জনগণ এখন ভাত-কাপড় চায় না। তাদের ঘরে যথেষ্ট পরিমানে খাবার রয়েছে। এখন তারা বিদ্যুত চায় বলে জাতীয় সংসদদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা করছেন জনগণের জীবনমানের উন্নয়নের জন্য। আমরা কথা আর প্রতিশ্রুতিতেই আবদ্ধ নই। তা বাস্তবায়নও করি। আমরা কথা দিয়েছি প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত দিবো। শিক্ষার্থীরা যাতে বিদ্যুতের সুবিধা পায় সেজন্যই আমরা পীরগঞ্জে বিদ্যুত সংযোগ প্রদান করছি।

শুক্রবার বিকেলে রংপুর-৬, পীরগঞ্জ আসনের সংসদ সদস্য স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী তাঁর নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ সফরে এসে উপজেলার ২৬১টি গ্রামে সাড়ে ১৪ হাজার পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আ’লীগের সম্পাদক এ্যাড.রেজাউল করিম রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আ’লীগ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।

স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলেই যেকোন জাতি উন্নতির চরম শিখরে পৌছাতে পারে। আমরা ঐক্যবদ্ধ আছি বলেই বিশ্বের দরবারে মাথা উঁচু করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন। নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রান্সপ্লান্ট তহবিল গঠন করার পুরস্কার হিসাবে অতি সম্প্রতি চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। আমাদের সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। সকল ষড়যন্ত্র জনগণকে ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে।

অনুষ্ঠান শুরুর আগে তিনি ডিজিটাল পদ্ধতিতে শাহ আব্দুর রউফ কলেজ ও সাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিস এবং পল্ল¬ী সঞ্চয় ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন, ভেন্ডাবাড়ি ডিগ্রী কলেজ, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, বিরটান (বিআইআরটিএএন) রংপুর রিজিওনাল ষ্টেশনের পীরগঞ্জে অফিস ভবন ও মাদারপুর-চেরাগপুর সড়কের ২ দশমিক ২০ কিলোমিটার চেইনেজে আখিরা খালের উপর ৩৯ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামুল্যে ২শ’৪০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা ও মুগডাল বীজ এবং কীটনাশক সারসহ পিইডিপি-থ্রি অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের ১৫জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, চশমা ও হিয়ারিং এইড বিতরণ করেন। ।



(জিকেবি/এসসি/নবেম্বর০৭,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test