E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নান্দাইলে পৌর মেয়র গ্রেফতার, সড়ক অবরোধ

২০১৫ নভেম্বর ৩০ ১৫:৪০:১৪
নান্দাইলে পৌর মেয়র গ্রেফতার, সড়ক অবরোধ

নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচিত মেয়র ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.এফ. এম আজিজুল ইসলাম পিকুলকে নান্দাইল মডেল থানা পুলিশ সোমবার বেলা ১১টায় পৌর সদর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মেয়রের গ্রেফতারের সংবাদে কিছুক্ষণের মধ্যেই কয়েকশ জনতা নান্দাইল প্রধান সড়কে অবস্থান নিয়ে মেয়রের মুক্তি দাবী করে। এ সময় মেয়রকে পুলিশের পিকআপ ভ্যানে করে ময়মনসিংহ জেলা সদর কোর্টে প্রেরণের সময় জনতা পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য জনতার উপর লাঠিচার্জ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করলে জনতা প্রধান সড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে গেলে মেয়রকে দ্রুত ময়মনসিংহ কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।
বর্তমানে উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান নিশ্চিত করেন। উল্লেখ্য ২০১৪ সনে উপজেলা পরিষদ নির্বাচনের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের একটি মামলায় মেয়রকে আসামী করা হয়েছিল।

(অপি/এনএস/ নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test