E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে তাঁত শ্রমিকদের মানববন্ধন

২০১৫ ডিসেম্বর ০৭ ১৪:৪৮:০৪
সিরাজগঞ্জে তাঁত শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পাওয়ারলুম তাঁত কারখানায় শ্রমিকদের মজুরি কমানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকরা।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, তাঁত শ্রমিক সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম, ছামিদুল, আব্দুল লতিফ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,সদর উপজেলার কালিদাসগাতী ও আলমপুরে দেড় শত পাওয়ারলুম কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কর্মরত রয়েছে। প্রতি পিস কাপড় তৈরীর জন্য মালিকপক্ষ নির্ধারিত ২১ টাকার পরিবর্তে ১৬টাকা করে প্রদান করছে। এর প্রতিবাদে গত চার দিন যাবত সকল কারখানা বন্ধ রেখে শ্রমিকরা আন্দোলন কর্মসূচী পালন করছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

(এসএস/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test