E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে প্রতীক পেয়েই ভোটের মাঠে মেয়র, কাউন্সিলার প্রার্থীরা

২০১৫ ডিসেম্বর ১৪ ১৯:৪৬:১৮
জকিগঞ্জে প্রতীক পেয়েই ভোটের মাঠে মেয়র, কাউন্সিলার প্রার্থীরা

জকিগঞ্জ প্রতিনিধি : সীমান্তবর্তী জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলার, সংরক্ষিত কাউন্সিলার প্রার্থীরা প্রতীক হাতে পেয়েই প্রচারণা শুরু করেছেন। পোস্টারে পোস্টারে ছেয়েগেছে গোটা পৌর এলাকা। মাইকিং ও গণসংযোগে মুখরিত পৌর শহর। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সালাম, আদাব ও নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, বিদ্রোহী, বিএনপি, জাতীয়পার্টি, খেলাফত ও সতন্ত্র প্রার্থীসহ মোট ৬ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাউন্সিলার পদে ৩১ ও সংরক্ষিত কাউন্সিলার পদে ৮ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। ৭.২ বর্গকিলোমিটার আয়তনের জকিগঞ্জ পৌরসভায় পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশী। প্রার্থীদের নজর নারী ভোটারদের প্রতি। সোমবার প্রতীক বরাদ্ধের দিনে জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী খলিল উদ্দিন (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ (জগ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পৌর জাপার সভাপতি আব্দুল মালেক ফারুক (লাঙ্গল), বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক বদরুল হক বাদল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আল ইসলাহ নেতা কাজী হিফজুর রহমান (মোবাইল সেট), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. জাফরুল ইসলাম (ঘড়ি) প্রতিক পেয়েছেন। ১ নং ওয়ার্ডে আব্দুল জলিল (উট পাখি), মুনিম আহমদ (পাঞ্জাবী), ২ নং ওয়ার্ডে রওশন আলম বাদল (পাঞ্জাবী), এ.এম জাকির হোসেন মুকুল (উট পাখি), আব্দুস সালাম (টেবিল ল্যাম্প), মাসুক আহমদ চৌধুরী (পানির বোতল), বজলুর রহমান বাবুল (গাজর), ৩ নং ওয়ার্ডে সাংবাদিক রিপন আহমদ (পানির বোতল), ময়নুল হক (টেবিল ল্যাম্প), বেলাল আহমদ (উট পাখি), মাতাব উদ্দিন (পাঞ্জাবী), ৪ নং ওয়ার্ডে মখদ্দছ আলী (পাঞ্জাবী), মাহবুবুর রহমান (টেবিল ল্যাম্প), নূরুল হক (উট পাখি), সাহাব উদ্দিন সাকিল (পানির বোতল), আব্দুল মালিক মনাই (ডালিম), ৫ নং ওয়ার্ডে কামরুজ্জামান কমরু (পাঞ্জবী), সাজ্জাদুর রহমান(উট পাখি), ৬ নং ওয়ার্ডে মোস্তাক আহমদ (পাঞ্জাবী), দেলোয়ার হোসেন নজরুল (উট পাখি), শিব্বির আহমদ (ডালিম), ৭ নং ওয়ার্ডে আছদ্দর আলী (পাঞ্জাবী), হেলাল উদ্দিন (উট পাখি), ৮ নং ওয়ার্ডে বাবুল হোসাইন (পানির বোতল), শামিম আহমদ (উট পাখি), ফুযায়েল আহমদ (পাঞ্জাবী), এনামূল হক মুন্না (টেবিল ল্যাম্প), ৯ নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই (টেবিল ল্যাম্প), সালেহ আহমদ (পাঞ্জাবী), সুহেল আহমদ সুহিন (উট পাখি) আমাল আহমদ (পানির বোতল)।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে জোসনা খানম (মৌমাছি), সুনন্দা শুক্লা (কাচি), রুজি বেগম (আঙ্গুর), ৪,৫,৬ নং ওয়ার্ডে হোসনে জাহান রিনা (আঙ্গুর), জাহানারা বেগম (কেচি), ৭,৮,৯ নং ওয়ার্ডে রাহেলা বেগম (মৌমাছি), সালেহা বেগম (আঙ্গুর), রিনা আক্তার রিনা (কাচি) প্রতিক পেয়েই প্রচারনায় নেমেছেন।

(এসপি/পি/ডিসেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test