E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ঘোড় দৌড়কে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে উত্তাপ

২০১৬ মার্চ ০৯ ১৪:৫৫:৫২
লোহাগড়ায় ঘোড় দৌড়কে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে উত্তাপ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায়  থানার লাহুড়িয়া ইউপি’র হেচলাগাতী গ্রামে ঘোড় দৌড়কে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে উত্তাপ, উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও ওই গ্রামে আগামী ২০ মার্চ বার্ষিক ঘোড় দৌড় ও গ্রামীন মেলাকে কেন্দ্র করে গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। ফলে, এখানে সম্ভাব্য সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। পূর্বে যে জায়গায় ঘোড় দৌড় ও মেলা হতো, সেখানে সম্প্রতি গ্রামবাসীরা মিলে একটি মসজিদ ও গোরস্থান নির্মাণের কাজ শুরু করেছেন।

মসজিদ ও গোরস্থানের পাশে ধর্মপ্রাণ এলাকাবাসী ঘোড় দৌড় ও মেলা বন্ধের জন্য আয়োজকদের নিষেধ করলেও তারা কোন কর্ণপাত করছে না। ওই গ্রামের ধলা মিয়ার ছেলে আয়নাল, তার সহযোগী তরিকুল, মোস্ত, লাবলু ও আজাদ গং জুয়া খেলা ও অশ্লীল নৃত্যানুষ্ঠানের উদ্দেশ্যে এই ঘোড় দৌড় ও মেলার আয়োজন করছে। এ ঘটনায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা আজ বুধবার থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এএস/মার্চ ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test