E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ইটভাটার দেয়াল ধসে ট্রলি শ্রমিকের মৃত্যু, আতহ ২

২০১৬ মার্চ ১৮ ১৫:৪১:২১
দিনাজপুরে ইটভাটার দেয়াল ধসে ট্রলি শ্রমিকের মৃত্যু, আতহ ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ এলাকার আর.টি.বি নামের ইটভাটার ক্লিলিঙ্গের দেওয়ালের নিচে চাপা পড়ে শুক্রবার সকাল সাড়ে ৭টায় সাকিম (২৪) নামের এক ট্রলি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত হয়েছেন রায়হানুর (২৮) ও মিন্টু (১৫) নামের অপর দুই শ্রমিক। মুমুর্ষূ অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাহালে পাঠানো হয়েছে।

নিহত সাকিম আলী উপজেলার হরিনাথপুর নয়াপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে। আহত রায়হানুর হরিনাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং মিন্টু খোসলামপুর গ্রামের অবিনাশ চক্রবর্তীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ঐ ভাটার কাচা ইট প্রস্তুতকারি শফিকুল ইসলাম ও অনাথ মহন্ত বলেন, ঘটনার আগে নিহত ও আহত ঐ তিন ট্রলি শ্রমিক ইটভাটার ক্লিলিঙ্গের দেওয়াল ঘেঁষে রাখা ইটের খামাল থেকে ট্রলিতে ইট উঠানোর সময় আকস্মিকভাবে বিকট শব্দে ক্লিলিঙ্গের দেওয়াল ধসে পড়ে। এতে ঐ তিন শ্রমিকই দেওয়ালের নিচে চাপা পড়ে যান। স্থানীয়রা দেওয়ালের ইট সরিয়ে তাদেরকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা হাপাতালে নেয়ার পথে ট্রলি শ্রমিক সাকিমের মৃত্যু ঘটে। আহত অপর দুইজনকে ফুলবাড়ী থেকে পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।

ঐ ইটভাটায় কর্মরত কয়েকজন শ্রমিকসহ স্থানীয়দের অভিযোগ, ইটভাটা মালিক মোশফিকুর রহমান মিন্টু ইটভাটা তৈরির সময় থেকেই নিম্নমানের ইটসহ উপকরণ দিয়ে ক্লিলিঙ্গের দেওয়াল তৈরি করেন। যার কারণে ক্লিলিঙ্গের চর্তুদিকের দেওয়াল দীর্ঘদিন আগেই ব্যাপক আকারে ফাটল দেখা দেয়। বিষয়টি কর্মরত শ্রমিকরা মালিকের নজরে আনলেও তিনি এদিকে গুরুত্ব না দিয়ে ফাঁটল অংশগুলো কাদামাটির প্রলেপ দিয়ে নিজ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ক্লিলিঙ্গের এমন একটি ফাঁটল ধরা দেওয়াল ভেঙ্গে পড়েই এমন মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে।

ভাটা মালিক মোশফিকুর রহমান মিন্টু বলেন, এখন আমার লোকজনের সাথে জরুরি কথা বলছি, এখন কথা বলা যাবে না।

আফতারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, দুর্বলভাবে ক্লিলিঙ্গের দেওয়াল নির্মাণ করা হয়ে থাকলেও এটি একটি দুর্ঘটনা মাত্র। শোনা গেছে, হতাহতের পরিবারের সাথে ইটভাটা মালিক আপোস করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কোন পক্ষ থেকে কোন অভিযোগ তদন্ত কেন্দ্রে দেয়নি।

(এপি/এএস/মার্চ ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test