E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রমিক হতাহতের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন

দিনাজপুরে অবৈধ ইটভাটা বন্ধ করে দিলেন ইউএনও

২০১৬ মার্চ ১৯ ১৩:৩৬:১১
দিনাজপুরে অবৈধ ইটভাটা বন্ধ করে দিলেন ইউএনও

দিনাজপুর প্রতিনিধি :৫০হাজার টাকা জরিমানাসহ সেই আর.এম.টি ইটভাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বজলুর রশীদ।

দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ এলাকার আর.টি.বি নামের ইটভাটার ক্লিলিঙ্গের দেওয়ালের নিচে চাপা পড়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় সাকিম (২৪) নামের এক ট্রলি শ্রমিক নিহত এবং রায়হান (২৮) ও মিন্টু (১৫) নামের দুই শ্রমিক গুরুতর আহত হন।
এই হতাহতের ঘটনার পর স্থানীয়রাসহ প্রশাসন নড়েচড়ে বসে। এরই ধারাবাহিকতায় বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন বিভাগের সংরক্ষিত বনের এক কিলোমিটারের মধ্যে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা নির্মাণ করায় জরিমানা আদায়সহ সেটি বন্ধ করে দেন।

ইউএনও বজলুর রশীদ জানা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বজলুর রশীদ বলেন, ভাটাটি অবৈধ হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। ভাটার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

(এডি/এস/মার্চ১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test