E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা

২০১৬ মার্চ ২০ ১৬:৩১:৫৬
শরীয়তপুরে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি : অনেক জল্পনা কল্পনা শেষে শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকার আওয়ামীলীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তবে মনোনয়ন বঞ্চিতদের অনেকেই এ সিদ্ধান্তকে মানতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, রবিবার বেলা ১২টার পর থেকে আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয়ে প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়।

শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন, রুদ্রকর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আ’লীগের সদস্য ও সংরক্ষিত আসনের সাংসদ এ্যাড. নাভানা আক্তারের স্বামী মোক্তার হোসেন চৌকিদার, আংগারিয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সীর সহধর্মিনী তাসলিমা বেগম ডোড়া, চিতলিয়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চিতলীয়া ইউনিয়ন পরিষদের পর পর ৩ বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল হামিদ সাকিদার, মাহমুদপুরে বর্তমান চেয়ারম্যান শাহ আলম মুন্সী, চন্দ্রপুর ইউনিয়নে ওমর ফারুক মোল্যা, চিকন্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, শৌলপাড়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব রাজ্জাক, ডোমসারে বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান খান, তুলাসারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন ফকির এবং পালং ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন দেওয়ান।

অপর দিকে জেলার গোসাইরহট উপজেলার, নাগেরপাড়া ইউনিয়নে নতুন মুখ মোঃ মহসিন, নলমুড়ি বর্তমান চেয়ারম্যান মোঃ মাহাফুজুল হক, গোসাইরহাট ইউনয়নে নতুন মুখ মোঃ মুজাফফর হোসেন সরদার, কোদালপুরে নতুন মুখ সৈয়দ মনিরুজ্জামান বশির এবং সামন্তসার ইউনিয়নে নতুন মুখ আবুল কালাম বেপারীকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

তৃতীয় ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কয়েকটি ইউনিয়নে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার সেক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, শরীয়তপুর জেলার ৬টি উপজেলার ৬৫টি ইউনিয়নের মধ্যে ৬ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনের তৃতীয় ধাপে উল্লেখিত দুইটি উপজেলার ১৯টির মধ্যে ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন এবং ২৩ এপ্রিল ভোট গ্রহনের কথা রয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতা ও মামলা জনিত কারনে গোসাইরহাট উপজেলার ৩টি ইউনিয়নে তপসিল ঘোষনা করা হয়নি।

(কেএনআই/এস/মার্চ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test