E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বতীপুর  মধ্যপাড়া খনিতে ২৭ মার্চ থেকে উৎপাদন শুরু

২০১৬ মার্চ ২২ ২১:১৯:৪৫
পার্বতীপুর  মধ্যপাড়া খনিতে ২৭ মার্চ থেকে উৎপাদন শুরু

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দীর্ঘ ছয়মাস পর পুনরায় দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া খনি হতে আবারও  আগামী ২৭ মার্চ থেকে পাথর উৎপাদন শুরু হতে যাচ্ছে। বিদেশ থেকে সময়মত প্রয়োজনীয় যন্ত্রাংশ (মাইনিং ইক্যুইবমেন্ট) আমদানী করতে না পারায় গত বছরের ২৩ সেপ্টেম্বর থেকে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

পাথর উৎপাদন কাজে ব্যবহৃত মেইন ইক্যুইবমেন্ট (হেভি ড্রেলিং মেশিন) বিদেশ থেকে চলে আসায় ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর উৎপাদন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে । নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় ৯৫ কোটি টাকার শতাধিক বিভিন্ন প্রকার মাইনিং ইক্যুইবমেন্টের মধ্যে ৮০ শতাংশেরই আমদানী চুড়ান্ত পর্যায়ে থাকায় জিটিসি’র মাঝেও স্বস্তি ফিরেছে। ফলে দেখা মিলছে বেকার হয়ে পড়া প্রায় ৭০০ খনি শ্রমিকের হাসি মুখ ।


রাশিয়া ও চীন থেকে প্রায় ৯৫ কোটি টাকার ৩৪টি প্রোফর্মার অন্তর্ভূক্ত শতাধিক বিভিন্ন প্রকার মাইনিং ইক্যুইবমেন্ট আমদানী করা হচ্ছে। এসব মেইন ইক্যুইবমেন্ট নিয়ে চীন এবং রাশিয়া থেকে দুটি জাহাজ গত ৪ মার্চ চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছে বলে জানা যায় ।

জিটিসি’র জেনারেল ম্যানেজার জামিল আহমেদ জানান, পাথর উৎপাদন কাজে ব্যবহৃত মেইন ইক্যুইবমেন্টসহ ওই দুই জাহাজের মালামাল ২-৩ দিনের মধ্যে খনি এলাকায় পৌঁছবে। এ জন্য ২৭ মার্চ পাথর উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়টি খনি কর্তৃপক্ষকেও জানিয়ে দেওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যেই ৮০ শতাংশ মাইনিং ইক্যুইবমেন্ট চলে আসার কথা রয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকে এলসি খোলার সময় বলেছিলাম ৬-৭ মাসের মধ্যে বিদেশ থেকে প্রয়োজনীয় মাইনিং ইক্যুইবমেন্ট আমদানী করা সম্ভব হবে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মীর আব্দুল হান্নান জানান- জিটিসি ২৭ মার্চ পাথর উৎপাদন শুরুর করার কথা জানিয়ে গত শুক্রবার একটি ইমেইল বার্তা পাঠিয়েছে।

জিটিসি এবার ১৭১.৮৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ৬ বছরে ৯২ লাখ (৯.২ মিলিয়ন টন) টন পাথর উত্তোলন করবে বলে জানা যায়। জিটিসি ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারী দায়িত্ব নেয় এবং ২৪ ফেব্রুয়ারী পাথর উৎপাদন শুরু করে। উৎপাদন শুরুর ৬ মাসের মধ্যে খনিতে তিন শিফট চালু করে প্রতিদিন প্রায় সাড়ে ৪ থেকে ৫ হাজার টন পাথর উত্তোলন করা হচ্ছিল। যা মধ্যপাড়া খনির জন্য মাইলফলক।






(এএএম/এস/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test