E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তথ্য না দেয়ায় উপজেলা প্রকৌশলীকে তথ্য কমিশনে তলব

২০১৬ মার্চ ২২ ২১:৩৯:০৬
তথ্য না দেয়ায় উপজেলা প্রকৌশলীকে তথ্য কমিশনে তলব

দিনাজপুর প্রতিনিধি :তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পাওয়ায় আবেদনকারির অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুরের নবাবগঞ্জ প্রকৌশলী (এলজিইডি)-এর বিরুদ্ধে সমন (তলব) জারি করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৪মার্চ) ঐ প্রকৌশলী কিংবা তার মনোনীত আইনজীবীকে ঢাকার আগারগাঁয়ের প্রত্নতত্ত্ব ভবনে তথ্য কমিশনের সচিবালয়ে শুনানীতে হাজির হতে বলা হয়েছে।

তথ্য কমিশনের আদেশ অনুযায়ী গত ৮মার্চ কমিশনের সহকারি পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদ স্বাক্ষরিত সমন জারির ঐ চিঠি অভিযোগকারি সাংবাদিক এএসএ আলমগীর গত সোমবার (২১মার্চ) পেয়েছেন।

চিঠিতে অভিযোগের বিষয়ে শুনানীতে অংশ নিতে ঐ সাংবাদিককে এবং অভিযোগের জবাব দিতে প্রকৌশলী (এলজিইডি) আব্দুল কুদ্দুস কিংবা তার মনোনীত আইনজীবীকে ঐদিন হাজির হতে সমন জারি করা হয়েছে।

জানা যায়, সাংবাদিক এএসএম আলমগীর তথ্য অধিকার আইনে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলাজিইডি) আব্দুল কুদ্দুসের কাছে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থ বছরে এলজিইডির মাধ্যমে উপজেলায় বাস্তাবায়িত কাজের তথ্য চেয়ে গত বছর ২১ জুলাই আবেদন করেন। আইন অনুযায়ী ২০ কার্য দিবসের মধ্যে তথ্য দেয়ার বধ্যবাধকতা থাকলেও বিভিন্ন অজুহাতে তথ্য দেননি ঐ প্রকৌশলী।

গত বছর ১ অক্টোবর আলগমীর নির্বাহী প্রকৌশলীর কাছে আপিল করেন। আপীল কর্তৃপক্ষ দিনাজপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান দ্রুত তথ্য দিতে নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলীর নির্দেশ পেয়ে প্রকৌশলী আব্দুল কুদ্দুস তথ্য দেননি। বাধ্য হয়ে আলমগীর চলতি বছরের ২৪ জানুয়ারি তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে তথ্য কমিশন থেকে উপজেলা প্রকৌশলীকে তথ্য কমিশনে হাজির হয়ে জবাব দিতে সমন জারী করা হয়েছে।

এএসএম আলমগীর বলেন, উল্লেখিত বছরগুলোতে উপজেলা প্রকৌশলী এলজিইডি’র মাধ্যমে বাস্তবায়নকৃত প্রকল্পগুলোতে নিম্নমানের কাজ করাসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগগুলোর সত্যতা জানার জন্য তথ্য অধিকার আইনে ঐ প্রকৌশলীর কাছে তথ্যের জন্য আবেদন করেন।

ঐ প্রকৌশলী নিজে তো তথ্য দেনইনি উপরোন্ত তার উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী নির্দেশ দেয়ার পরও তিনি তথ্য দেননি। বাধ্য হয়ে এ বিষয়ে তথ্য কমিশনে অভিযোগ করেন।



(এডি/এস/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test