E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন সাবেক এমপি হাফিজ

২০১৬ মার্চ ২৬ ১৩:১৫:০৭
সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন সাবেক এমপি হাফিজ

ঠাকুরগাঁও প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ছবি তোলা নিয়ে সাংবাদিকদের কটুক্তি করা সহ তাদের সাথে অসদাচরণ করেছেন জাতীয় পার্টির স্থানীয় সাবেক এমপি হাফিজউদ্দীন আহম্মদ। এতে উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিক এর প্রতিবাদ জানিয়ে কর্মসূচীর সকল প্রকার ছবি তোলা থেকে বিরত থাকে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে চরম অসন্তোষ বিরাজ করছে।

প্রতিবাদে আজ শনিবার বিকালে শহরের বটতলায় প্রতিবাদ সভা সহ নানা কর্মসূচীর ডাক দিয়েছে পীরগঞ্জ প্রেসক্লাব।

শহীদ মিনারে উপস্থিত সাংবাদিকরা জানান, জাতীয় কর্মসূচীর অনুযায়ী দিবসের প্রথম প্রহরে পাবলিক ক্লাব মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা প্রশাসন বেদীতে পুস্পার্ঘ্য অর্পণের জন্য এগিয়ে গেলে উপস্থিত সাংবাদিকরা সে দৃশ্য ক্যামেরা বন্দি করতে এগিয়ে যায়। এ সময় ফুলের ডালি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মদ সাংবাদিকদের সাংঘাতিক বলে কটুক্তি করা সহ কটু কথা শুনিয়ে ছবি তুলতে বাধা দেন এবং সাংবাদিকদের শহীদ মিনার ত্যাগ করে চলে যাওয়ার জন্য বলেন। এতে উপস্থিত সকলে হতভম্ব হয়ে পড়েন। ছবি তোলা বন্ধ রেখে এর প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকরা।

কর্মসূচীর আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি জানানো হয় উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তাদের। তারা এর জন্য দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহম্মদের আচরণে আমরা মর্মাহত।তিনি প্রশাসনের লোকজনের সাথেও খারাপ আচরণ করেছেন বলে জানান ইউএনও ।

ইউএনও আরও বলেন, পরবতীতে যাতে এমন অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে সাংবাদিকরা ছবি তুলবেন, এতে তার সমস্যা কোথায়?এটা তিনি মোটেও ঠিক করেননি।

ওসি কেএম শওকত হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে কোন বিধি নিষেধ নেই। হাফিজ সাহেব এটা কেন করলেন তা বোধগম্য নয়। এদিকে শহীদ মিনারে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহম্মদ এর অসদাচরণের প্রতিবাদ জানিয়েছেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছে সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মদ। এটা স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করার চেষ্টা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাবের গৃহীত সকল কর্মসূচীতে সকল সাংবাদিক, পেশাজীবি সহ মুক্তিকামী জনতাকে শামিল হওয়ার আহবান জানান।

উল্লেখ্য,সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মদ একজন বদ মেজাজী স্বভাবের লোক। এর আগেও তিনি রানীশংকৈল মহিলা কলেজের অধ্যক্ষের গালে চড় মারা সহ অনেক সম্মানীয় ব্যক্তিকে অপমান করেছেন। যে কারণে সাধারণ মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এ ব্যাপারে সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মদ বলেন,আমি সাংবাদিকদের খারাপ কিছু বলিনি ।শহীদ মিনারের পবিত্রা রক্ষার জন্য নামতে বলেছি।



(জেএবি/এস/ মার্চ২৬, ২০১৬ )

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test