E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০১৬ এপ্রিল ০৪ ১৩:০৪:১৯
২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি : শেখ হাসিনাকে ছাড়া নয়, ২০১৯ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ‘ল’ হতো। ২০১৪ সালের ট্রেন মিস করে খালেদা জিয়া নিজের দলকে ধ্বংস করে দিয়েছেন। এখন ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। রবিবার সন্ধ্যায় শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার তিনটি স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন শেষে এক জনসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, খালেদা জিয়া হুমকি দিয়ে বলেছেন, শেখ হাসিনাকে ছাড়াই আগামীতে এদেশে নির্বাচন করবেন। আপনার এই হুমকিতে শেখ হাসিনা ও তার দল মোটেও চিন্তিত নয়। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনি চেয়েছিলেন ২০১৪ সারের ৫ ফেব্রুয়ারির নির্বাচনও বন্ধ করে দিবেন। কিন্তু পারেন নাই। এখনো দেশে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনেও আপনি আপনার দল নিয়ে অংশ গ্রহন করছেন, ঠিক একইভাবে ২০১৯ সালের নির্বাচনেও শেখ হাসিনার অধীনে আপনাকে নির্বাচনে আসতে হবে।

মোহাম্মদ নাসিম আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সাহসী সন্তান। বিশ্বব্যাংক সরে গেলেও পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজেদের টাকায় পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। মন্ত্রী রবিবার বিকেলে ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে এসে অবতরণ করেন। পরে তিনি ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায়, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যা ও কোদারপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধন করেন।

ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) শওকত আলী, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দীন নাসিম ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর মাঝি, ডামুড্যা পৌর মেয়র হুমায়ুন কবীর বাচ্চু, গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুুর রহমান বাবলু শিকদার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


(কেএনআই/এস/এপ্রিল০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test