E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলের যাত্রী ছাউনিগুলো দখলদারদের কবলে

২০১৬ এপ্রিল ০৯ ১৬:০৮:০১
রাণীশংকৈলের যাত্রী ছাউনিগুলো দখলদারদের কবলে

রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈলের যাত্রী ছাউনিগুলো দখলদারদের কবলে, প্রশাসন নির্বিকার যাত্রীরা হয়রানির স্বীকার,বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা।

সম্প্রতিকালে উপজেলার শিবদিঘী,মহিলা কলেজ গেট, বলিদ্বারা বাজার, বন্দর বাজার, কমরগঞ্জ বাজারের স্থাপিত যাত্রী ছাউনিগুলো ঘুরে ঘুরে দেখা যায় সবগুলোই দখলদারদের কবলে কেউ করছেন ফলের দোকান, কেউ করছেন চায়ের দোকান আবার কেউবা যাত্রী ছাউনি ভেঙ্গে গড়ে তুলেছেন দোকানপার্ট। সরকার যেখানে মোটরপরিহবনসহ বিভিন্ন যাত্রীরা গাড়ীর জন্য অপেক্ষা করবেন বলে জনস্বার্থে যাত্রীছাউনিগুলো নির্মাণ করেছেন।

শিবদিঘী যাত্রীছাউনিটি ২টি ফলের দোকানের কবলে এখানে কথা হয় ডিগ্রী কলেজের এইচএসসির ছাত্রী শিরিনের সাথে তাকে বই নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে কেন দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলে জবাবে বলেন, বাসের জন্য রামপুর যাবো যাত্রী ছাউনিতে বসেন না কেন প্রশ্নে বলেন, চোখে দেখতে পান না এগুলো দোকান হয়েছে বসবেন কথায় আর বসলেও বিভিন্ন ধরনের ছেলেরা আসে এখানে সিগারেট খাই এবং দোকানে খরচ করতে আসছে মর্মে মেয়েদের ডিস্টাব করে।

একই অভিযোগ বন্দর, মহিলা কলেজগেটের যাত্রী ছাউনিসহ উপজেলার সমস্ত যাত্রী ছাউনিগুলো নিয়ে। এবংএ নিয়ে ক্ষোভ রয়েছে অভিভাবকসহ সচেতন মহলের। তারা এর জন্য দায়ী করছেন প্রশাসনকে,সচেতন মহলের বক্তব্য প্রশাসনের নাকের ডগায় যাত্রী ছাউনিগুলো দখল হলেও প্রশাসন নিরব কেন? দেখা যায়,বন্দর বাজার যাত্রীছাউনিটি চায়ের দোকান, মীরডাঙ্গী যাত্রীছাউনিটি ভেঙ্গে একটি শক্তিশালীমহল নির্মান করেছেন কয়েকটি দোকান যা মাসিক ভাড়া দিয়েছেন। কমরগঞ্জের যাত্রী ছাউনিটিতে হয়েছে মুদির দোকান,বলিদ্বারা হয়েছে চায়ের দোকান,মহিলা কলেজগেটের যাত্রী ছাউনিটিও হয়েছে চায়ের দোকান।

যাত্রী ছাউনি দখলদারদের সাথে এ বিষয়ে কথা বলতে তারা সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, আপনাদের কোন কাজ নেই খালি এগুলো দেখে বেড়ান প্রশাসনের লোক যেখানে কিছু বলে না। আপনারা খালি খালি পেপার পত্রিকায় লেখে ভেজাল বাড়ান। আপনারা লেখলেই আমাদের জরিমানা লাগে তখন প্রশাসনের লোকদের দিতে হয় মোটা অংকের উৎকোচ। আপনারা লেখেন আর টাকা পাই ওরা।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফাকুর রহমানের সাথে তার দপ্তর ও ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায় নি।

(কেএএস/এএস/এপ্রিল ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test