E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে ধর্মঘট

২০১৬ এপ্রিল ১৮ ১৪:০৯:২২
দিনাজপুরের বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে ধর্মঘট

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, সরকারি-আধাসরকারি, ব্যাংক-বীমাসহ সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ধর্মঘট পালন করা হচ্ছে। ফলে কার্যতঃ অচল হয়ে পড়েছে বিরামপুর।

জেলার দাবিতে উপজেলার ঢাকা মোড়ে মহাসমাবেশ করার ফলে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব প্রকার যানচলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে জেলার দাবিতে থেমে থেমেই চলছে বিক্ষোভ মিছিল।

আজ সোমবার সকাল থেকেই দোকান-পাটসহ সকল প্রতিষ্ঠান বন্ধ রেখে বিরামপুরের ঢাকা মোড়ে অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি ও সর্বস্তরের মানুষ। বিরামপুরসহ হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, পার্বতীপুর ও ফুলবাড়ী এই ৬ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ মিছিল নিয়ে ঢাকা মোড়ে সমবেত হয় বিরামপুর জেলা ঘোষনার দাবীতে। জেলা ঘোষণার দাবিতে বিরামপুর ঢাকা মোড়ে আয়োজন করা হয় এক মহাসমাবেশের।

এদিকে সকাল থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, দোকান-পাট ও সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিরামপুর উপজেলা কার্যতঃ অচল হয়ে পড়েছে। সকাল ১১ টার দিকে উপজেলার ঢাকা মোড়ে মহাসমাবেশ শুরু হয়। এ সময় জেলার দাবিতে আসা লোকজন মহাসড়কের উপরে বসে পড়ে। ফলে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিরামপুর জেলা ঘোষণার দাবিতে গত শনিবার এই কর্মসূচীর ডাক দেয় বিরামপুর সম্মিলিত পেশাজীবি ঐক্য পরিষদ।

(এটি/এএস/এপ্রিল ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test