E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে জাগ্রত মা সংগঠনের মাদকবিরোধ নারী সমাবেশ

২০১৬ এপ্রিল ২১ ১৭:২৯:১১
ফুলবাড়ীতে জাগ্রত মা সংগঠনের মাদকবিরোধ নারী সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে গড়ে ওঠা নারীদের মাদক বিরোধী সংগঠন ‘জাগ্রত মা’ সংগঠনের বৃহস্পতিবার মাদক বিরোধী নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য দপ্তর দিনাজপুর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে মাদক বিরোধী নারী সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন, পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারি পরিচালক শহিদুল মান্নাফ ফরিদ ও সহকারি পুলিশ সুপার মো. ফয়জুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. মহসিন মৃধা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জাগ্রত মা সংগঠনের অন্যতম সংগঠক মোছা. শিরিন সুলতানা ও একই সংগঠনের মাদকের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থী মাহফুজা আক্তার মিমি।

শেষে মাদক বিরোধী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে পৌর এলাকার সহ¯্রাধিক নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থী অংশ নেন।

(এসিজি/এএস/এপ্রিল ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test