E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

২০১৬ এপ্রিল ২৬ ১৮:৩৩:০৯
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে একুশে পরিষদ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। এ সময় বক্তব্য রাখেন, উপদেষ্টা অধ্যাপক কবি আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, সাংবাদিক আজাদ হোসেন মুরাদ, বাসদ নেতা জয়নাল আবেদিন মকুল, সংগঠনের সাধারণ সম্পাদক এমএম রাসেল, আব্দুল হাই সিদ্দিকী সিঠু, সিরাজুল ইসলাম, নাইস পারীভন, সুর্বণা সাথী, আরমান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শনিবার সকালে ওই শিক্ষক বাড়ি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে শালবাগান বটতলা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর শালবাগান বটতলা মোড় এলাকায় মোটরসাইকেলযোগে হেলমেট পরা দুই যুবক তাঁর গলাকেটে হত্যা করে।

গত দশ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষকে হত্যা করা হয়। যার সুষ্ঠ বিচার আজও হয়নি। হত্যাকারীরা ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না। হত্যাকারীরা একের পর এক হত্যাকান্ড ঘটিয়েই যাচ্ছে। শিক্ষক হত্যার বিচার না হলে আগামীতে কঠোর আন্দোলনের জন্য রাস্তায় নামা হবে বলে মানববন্ধনে বক্তারা জানান। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

(বিএম/এএস/এপ্রিল ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test