E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাকাতদলের সাথে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ ডাকাত আটক

২০১৬ মে ০৫ ১৫:০৩:০৯
ডাকাতদলের সাথে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ ডাকাত আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কে নলশীষা ব্রীজ সংলগ্ন মুরগি ফার্ম এলাকায় ডাকাতিকালে গত বুধবার দিবাগত রাত পৌণে ১টায় ১০/১২ জনের ডাকাতদলের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ডাকাতদলের সর্দার সাগর হোসেন (৩৮) ও বাবলু মিয়া (৪০) কে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই আটক করা হয়।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান বলেন, গত ২৭ এপ্রিল একই স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলকে ধরতে গত বুধবার রাত সাড়ে ১২টায় ৬ সহকর্মীকে নিয়ে তিনি ফুলবাড়ি-মধ্যপাড়া মহাসড়কের মুরগি ফার্ম এলাকায় যাওয়ার পথে সড়কের দুই পার্শ্বে গাছের সাথে দড়ি ও লাইলনের নেট দিয়ে সড়ক ব্যারিকেড দেখতে পান। এ সময় অতর্কিতভাবে ১০/১২জনের ডাকাতদল দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ৬ রাউন্ড সর্টগানের গুলি ছোঁড়া হয়। এরপর পর্যায়ক্রমে ৬ রাউন্ড পিস্তুলের এবং ৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি ছোঁড়া হয়। এতে অন্তত ৪ থেকে ৫জন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই কুশদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সায়েম সবুজ অর্ধশত লোকজন নিয়ে পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় ধান ক্ষেত থেকে আটক করা হয়। অন্যরা পালিয়ে গেছে। আটক দুইজনকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আশংকাজনক হওয়ায় তাদেরকে ওই রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনার পরপরই ফুলবাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) ফয়জুর রহমান, নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন ও ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ বলেন, ওই স্থানে মাঝে মধ্যেই ডাকাতির ঘটনা ঘটে এবং ডাকাতের আক্রমণে পুলিশ সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। ইতোপূর্বে ডাকাতদল পুলিশের ওপর হামলা চালিয়ে রিভলবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

(এসিজি/এএস/মে ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test