E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দ্র দখল :কৈকুলকি  বিদ্যালয়ের ভোটগ্রহন বন্ধ

২০১৬ মে ০৭ ১২:৩১:১৭
কেন্দ্র দখল :কৈকুলকি  বিদ্যালয়ের ভোটগ্রহন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি : কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্র বন্ধ করে দিয়ে নির্বাচনী সব সামগ্রী গুটিয়ে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে ফিরে এসেছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ঠরা।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌহিজউদ্দীন আহমেদ জানান, ভোটগ্রহন শুরুর ১৫ মিনিটের মধ্যেই নুর মোহাম্মদ রাজা নামে একজন চেয়ারম্যান প্রার্থী ৩০/৩৫ জন যুবক নিয়ে কেন্দ্রে এসে জোরপুর্বক ব্যালটে সিল মারতে শুরু করে। এতে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্যরা বাধা দিলেও তারা সিল মারতে থাকে। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রের ভোটগ্রহন বন্ধ করে দিয়ে ব্যালটবাক্সসহ অন্যান্য সরঞ্জাম গুটিয়ে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে ফিরে আসে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই কেন্দ্রে মোট ২ হাজার ৭৮৫ জন ভোটারের ৮টি বুধ স্থাপন করা হয়। তিনি জানান, সহিংসতার কারনে ওই কেন্দ্রের ভোটগ্রহন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার ২০টি ইউনিয়নে আজ ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এই ২০টি ইউনিয়নে মোট ৩ লাখ ৯২ হাজার ১১৮ জন ভোটারের জন্য কেন্দ্র স্থাপন করা হয় ১৮৪টি। এই ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫১ জন এবং সাধারন সদস্য পদে ৭৩৭ জন প্রতিদ্বন্দীতা করছেন।


(এটি/এস/মে০৭,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test