E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত-১, আহত ৮

২০১৬ মে ০৭ ২১:১৭:৪০
বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত-১, আহত ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসায় ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে মাহাবুব হোসেন পল্টু (১৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পল্টু  ঝিগরগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

গুলি বিদ্ধ ২জনসহ আহত হয়েছে আরো অন্তত ৮জন। তারা হলো: পুলিশের পরিদর্শক মোসলেম উদ্দিন(৪৫), শহিদুল ইসলাম (৩৫), ওসমান আলী(৩২), রব্বানী(৩৫), নাজিম উদ্দিন(৫৫), শাকিলা (১৪), রহিমুল (৩৮)।

এদের মধ্যে নাজিম উদ্দিনের আবস্থা আশংকা জনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক আবুল কাশেম গুলিতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে ওই কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীও সমর্থকদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি হলে নিয়ন্ত্রনে আনতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুলি বর্ষণ করে।

ওই কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করে প্রশাসন।উল্লেখ্য, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১২টি ইউপি ও বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


(এফআইআর/এস/মে০৭,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test