E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে সোয়া কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

২০১৬ মে ০৯ ১৫:০৪:২৭
ফুলবাড়ীতে সোয়া কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২০৯টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলীর সভাপতিত্বে এবং অপারেশন অফিসার মেজর একেএম হাসিবুল হোসেন নবীর সঞ্চালনায় আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী এনডিসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, ফুলবাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফায়জুর রহমান, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী বলেন, যে পরিমাণ মাদ্রক আটকসহ আজ ধ্বংস করা হচ্ছে, তার চেয়েও বেশি মাদক বিভিন্ন পথে দেশে ঢুকেছে। সীমান্তে বিজিবি সদস্যরা সজাগ থাকলেও চোরাকারবারীরা বিভিন্ন চোরা পথে এগুলো দেশে আনছে। দেশের ভেতরে র‌্যাব ও পুলিশ সদস্যরাও এসব মাদক আটকের ভূমিকা রাখছেন।

তবে একা বিজিবি বা অন্য কোন সংস্থার সদস্যদের দিয়ে মাদক রোধ করা কষ্টকর। এ কারণে সমাজ থেকে মাদক নামের মরণ নেশাকে চিরতরে বিদায় দিতে হলে সকল শ্রেণি ও পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে নিশ্চয়ই একদিন মাদকমুক্ত আমাদের সমাজ ও দেশ হবে। মাদকের সাথে কোনভাবেই আপোষ করা যাবে না। তাই নিজ নিজ অবস্থান থেকে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

শেষে আনুষ্ঠানিকভাবে উল্লেখিত টাকার মাদকদ্রব্য বুল ড্রোজার দিয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিল ২১হাজার ১৬৮ বোতল, দেশি মদ ১হাজার ৫০৮ বোতল, নেশা জাতীয় সিরাপ ১হাজার ৬১০বোতল, তরল ফেন্সিডিল ১০লিটার, দেশি মদ ২৫৮লিটার, বিয়ার ৪৭ক্যান, গাঁজা ৬হাজার ৫৭৪কেজি, মদ তৈরির বড়ি ৫হাজার কেজি, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট ২হাজার ৫২টি ও নেশা জাতীয় ইঞ্জেকশন ১হাজার ৮৭টি।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এসিজি/এএস/মে ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test