E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ার দিঘলিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচন

২০১৬ মে ০৯ ১৮:৫৭:১০
লোহাগড়ার দিঘলিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সালাম ও শুভেচ্ছা বিনিময় শেষে চাইছেন দোয়া ও সমর্থন।প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনকে ঘিরে এলাকার চায়ের দোকানগুলো সরগরম হয়ে পড়েছে। সব কিছু মিলে জমে উঠেছে লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।

জানা গেছে,উপজেলার দক্ষিণাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ইউনিয়ন হল দিঘলিয়া। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার। উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস এ ইউনিয়নে। এই ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম হল কুমড়ি।এ গ্রামের ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার। আর এই গ্রামকে ঘিরে ইউপি নির্বাচন আবর্তিত হয়ে থাকে।

৫ম ধাপে অনুষ্ঠিতব্য আগামী ২৮ মে এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও প্রতিদ্বন্ধিতা হবে দু‘জন প্রার্থীর মধ্যে। আ‘লীগ দলীয় প্রার্থী শেখ মাসুদুজ্জামানের সাথে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের জোর লড়াইয়ের সম্ভবনা তৈরি হয়েছে। সাধারন ভোটারদের আলাপ করে জানা গেছে,নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ বিজয়ী হতে পারেন।তবে সুষ্ঠু নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে।

এ ইউনিয়নের দিঘলিয়া, চরদিঘলিয়া, লুটিয়া, সারোল, তালবাড়িয়া, বাটিকাবাড়ি, কুমড়ি ও নোওয়াগ্রাম ঘুরে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি পাড়ার ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্ঠি হয়েছে।প্রার্থীরা স্ব স্ব কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে নেমে পড়েছেন।এখনও পর্যন্ত কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।প্রশাসনের নজরদারি রয়েছে এ ইউনিয়নে।

আ‘লীগ মনোনিত প্রার্থী শেখ মাসুদুজ্জামান বলেন,“আ‘লীগের ঘাটি হল দিঘলিয়া ইউনিয়ন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হিসেবে এই ইউনিয়নের নেতা-কর্মী সমর্থক সহ সাধারন ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমি আশাবাদি”। এদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ বলেন, এই ইউনিয়নের নির্যাতিত মানুষের পাশে থেকে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আসছি। আসন্ন নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমি বিজয়ী হব বলে আশা করছি।

(আরএম/এএস/মে ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test