E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত প্রার্র্থীর সমর্থক খুন

২০১৬ মে ১০ ১৭:৪১:১৩
সাপাহারে নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত প্রার্র্থীর সমর্থক খুন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নুরমোহাম্মাদ (৬৫) নামে এক বৃদ্ধকে খুন করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার আইহাই ইউনিয়নের কল্যানপুর গ্রামে এই খুনের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত হামিদুর রহমান মাষ্টার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। গত ৭মে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের কাছে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) রায়হান কবির মোটর সাইকেল প্রতীকে ১২৮ভোট কম পেয়ে পরাজিত হন। এরপর থেকে ওই ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মাঝে মধ্যেই তর্ক বিতর্কে লিপ্ত হতে থাকে। এরই ধারাবাহিকতায় নির্বাচনের পর দিন রবিবার দুপুরে কল্যানপুর গ্রামের নৌকা প্রতীকের মোশাররফ, মজিবর, দিনেশ, আনাবাবু, রবিউল, সাইদুর, রিফাতসহ একদল সমর্থক একই গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নুরমোহাম্মাদের বাড়ি ঘেরাও করে বাড়ির সামনে থাকা কয়েকটি ফলবান আম গাছের ডাল কেটে ফেলে ও বাড়ির সামনে থাকা একটি টিউবওয়েল ভেঙ্গে তাতে ইটের খোয়া ও বালি ঢুকে দিয়ে টিউবওয়েলটি নষ্ট করে দেয়।

এছাড়া সোমবার রাতে উপজেলার শুকরইল গ্রামে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর একপর্যায় মঙ্গলবার ভোরে নুরমোহাম্মাদের বাড়ির অদূরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় নুরমোহাম্মাদের বাড়ির লোকজন ও মোটর সাইকেল প্রতীকের সমর্থকদের দাবি ভোরে নুরমোহাম্মাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বের হলে বিজয়ী নৌকা প্রতীকের সমর্থকরা তাকে মেরে ফেলে রেখে যায়। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম জানিয়েছেন।

(বিএম/এএস/মে ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test