E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মসজিদ থেকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে চোর আটক

২০১৬ মে ১৮ ১৬:৪৬:৫৬
মসজিদ থেকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে চোর আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার রাতে স্থানীয় কাঁটাবাড়ি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ আব্দুস সালাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক আব্দুস সালাম পার্বতীপুর পৌর এলাকার সাহেবপাড়া মহল্লার জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, স্থানীয় সাফা মটরস এর সত্বাধিকারী হুমায়ুন কবীর রুমু তার বাজাজ সিটি-১০০ সিসি মোটরসাইকেলটি স্থানীয় কাঁটাবাড়ি বাংলা স্কুল সংলগ্ন মসজিদে রেখে এশার নামাজ পড়তে যান। এর কিছুক্ষণ পরই দেখতে পান তিন ব্যক্তি তার মোটরসাইকেলের লক ভেঙ্গে নিয়ে যাচ্ছে। কয়েকজন সঙ্গীকে নিয়ে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলে মোটরসাইকেলসহ আব্দুস সালামকে আটক করা হয়। পুরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

সাফা মটরস এর সত্বাধিকারী হুমায়ুন কবীর রুমু বলেন, গত এক সপ্তাহ আগে তার অপর একটি বাজাজ সিটি-১০০সিসি মোটরসাইকেল নামাজ পড়ার সময় একই মসজিদ থেকে চুরি যায়। ওই ঘটনার পর থেকে তিনি নামাজ পড়লেও মোটরসাইকেল চোর ধরার জন্য সজাগ থাকতেন। এ কারণে এবার চুরির সময় অন্তত একজনকে আটক করা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, আটক আব্দুস সালামের কাছ থেকে স্থানীয়ভাবে চুরি যাওয়া মোটরসাইকেলগুলোর তথ্য উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

(এসিজি/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test