E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোসাইরহাটে কবিরাজের বাড়ি থেকে মহিলার গলাকাটা লাশ উদ্ধার

২০১৬ মে ১৯ ১৬:৪৬:০৪
গোসাইরহাটে কবিরাজের বাড়ি থেকে মহিলার গলাকাটা লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাটের নাগেরপাড়া এলাকায় এক কবিরাজের বাড়ি থেকে এক  মহিলা রুগির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিলার বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার বালিয়াতলী সফিপুর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় গোসাইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বলছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদঘাটন করা সহজ হবে।

গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , বরিশাল জেলার মুলাদি উপজেলার বালিয়াতলী সফিপুর গ্রামের স্বজল বেপারীর স্ত্রী তিন সন্তানের জননী কল্পনা (২৮) বেগম নানা রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বিকেলে তার বাবা আঃ মজিদ বেপারী ও মা মুকুলী বেগমকে সাথে নিয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছোটকাচনা গ্রামে কবিরাজ আনাস উদ্দিন ওরফে আনোয়ার ফকিরের বাড়িতে আসে। সেখানে তারা একই বাড়ির তাদের দু:সম্পর্কের আত্মীয় আলমগীর মৃধার ঘরে রাত্রি যাপন করে। পরদিন বুধবার কবিরাজ আনাস উদ্দিন কে দেখানোর পরে রাত হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে না পেরে পুনরায় আলমগীর মৃধার ঘরে তার মাকে সাথে নিয়ে ঘুমিয়ে থাকে। তার বাবা পাশের রুমে ঘুমায়। রাত ২টায় নিহত কল্পনার মা মুকুলী বেগম মেয়ের গোংরানি শুনে ঘুম থেকে জেগে মেয়ের গলা কাটা অবস্থা দেখে চিৎকার দেয়। আশে পাশের লোকজন এসে গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীযতপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় লোকজনের ধারনা কল্পনাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে তার বাবা মা এ বিষয়ে কোন কথা বলতে চয়নি। এ ঘটনায় আপাতত গোসাইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। খবর পেয়ে মুলাদি থেকে নিহত কল্পনার তিন মেয়ে ইভা (৮) আরিফা (৪) ও জামিনা (২) দাদার সাথে ঘটনাস্থলে এসে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। তারা তার মায়ের হত্যাকারিদের বিচার দাবি করেছে।

এ ব্যাপারে নিহত কল্পনার মা মুকুলী বেগম বলেন, আমার মেয়ের কি হয়েছে কিভাবে মারা গেছে আমি জানিনা। রাত ২টায় গোংরানি শুনে আমি জেগে দেখি তার গলা ধারালো অস্ত্র কাটা। তার গোংড়ানী শুনে আমি চিৎকার দিলে আশে পাশের লোকজন আসে। কিছুক্ষণ পর সে মারা যায়।

গোসাইরহাট থানার ওসি মোঃ মোফাজ্জল হোসেন বলেন, কল্পনা বেগম নামে এক মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার গলায় কাটা চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে মহিলা শারিরীক ও মানসিক যন্ত্রণার কারণে আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(কেএনআই/এএস/মে ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test