E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের ১২ চিকিৎসককে সিভিল সার্জনের শোকজ

২০১৬ জুন ২০ ১৬:০৫:৫৭
বরিশালের ১২ চিকিৎসককে সিভিল সার্জনের শোকজ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):হাসপাতালে না আসা, বিলম্বে আসা, অফিস সময়ে বাসায় প্রাইভেট প্রাকটিস্ করার অভিযোগে জেলার ১২জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডা. এএফএম সফিউদ্দিন জানান, গত এক সপ্তাহ ধরে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ঘুরে এ অবস্থা দেখার পর রবিবার দুপুরে ১২ জন চিকিৎসককে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, আগামী তিন দিনের মধ্যে ওইসব চিকিৎসকদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত চিকিৎসকরা হচ্ছেন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান, ডা. সেকান্দার আলী মোল্লা, ডা. মনিকা বিশ্বাস, ডা. নিহার রঞ্জন বৈদ্য, ডা. মীর মহিউদ্দিন। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শেখ মিজানুর রহমান, আগরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শাওদা ইসলাম, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের মেডিকেল অফিসার ডা. আইরিন তামান্না তন্নি, ডা. শাহাদাত হোসেন, ডা. জামিল হোসেন, বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাইম হাসান রানা ও উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শ্রাবন্তী মালা।

(টিবি/এস/জুন২০,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test