E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

২০১৬ জুন ৩০ ১৬:৫০:৪৯
দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরে শহীদ সিঁদু-কাঁনু স্মৃতিস্তম্ভে বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের নিমনগর বালুবাড়ীর সাঁওতাল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে শহীদ সিঁদু-কাঁনুসহ ২৫ হাজার সাঁওতাল বিদ্রোহী নেতাকর্মীর স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় আদিবাসী নেতারা স্মরন করেন বৃটিশ সাম্রাজ্যবাদ ও তাদের কর্তৃক সৃষ্ট জমিদার, মহাজন, দালাল গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলনকারী সিঁদু-কাঁনু, চাঁদ, ভৈরবসহ ২৫ হাজার নেতাকর্মীদের।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জায়েদ ইকবাল খান, সহ-সভাপতি জুলিয়াস মুরমু, সহ-সেক্রেটারী সুবল হাসদা, কেন্দ্রীয় উপদেষ্টা আরিফ খাঁন জাই, কৃষানী ফেডারেশন সদস্য হাজরা এবং সাবিহা ও সরজু মুরমু প্রমুখ।

(এটি/এএস/জুন ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test