E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের বউ বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়

২০১৬ জুলাই ০২ ১৩:২১:৪৪
দিনাজপুরের বউ বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি : ঈদের কেনাকাটায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে নারীদের কাছে দিনাজপুরের বড় বাজার জনপ্রিয় হয়ে ওঠেছে। উপচে পড়া ভিড় জমছে নারী ক্রেতাদের এই বড় বাজারে।

শহরের কাপড় দোকান কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে প্রতি শুক্রবার শহরের বাসুনিয়াপট্টি সড়কের ওপর বসছে এই বউ বাজার। কর্মচারিরাই এসব দোকানের মালিক।
বউ বাজারের কেনাকাটার সুবিধার্থে প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে শহরের বাসুনিয়াপট্টি সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল।

সরেজমিনে শুক্রবার (১ জুলাই) সকালে বউ বাজারের সার্বিক চিত্র দেখতে গিয়ে দেখা যায়, প্রতি শুক্রবার বউ বাজার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত বউ বাজারের কেনাবেচা চললেও ঈদ উপলক্ষে সময় একটু বাড়িয়ে দেয়া হয়েছে ক্রেতাদের সুবিধার্থে। শহরের বিপণী বিতানগুলো থেকে কাপড়ের দাম তুলনা মূলক কম হওয়ায় এখানে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীদের সবচেয়ে বেশি ভিড় জমছে। তবে ঈদের কারণে সকাল থেকেই উপচে পড়া ভিড় জমেছিল নারী ক্রেতাদের।

বউ বাজারে কাপড় কিনতে আসা কলেজ ছাত্রী আয়শা আক্তার বানু, ঘাসিপাড়ার কাজলী বেগম ও উপ-শহরের আঞ্জুমান আরা বলেন, এখানে কম দামে কাপড় কিনতে পাওয়া যায় বলেই এখানে ঈদের মার্কেটও করা হচ্ছে। এছাড়াও সব সময়ই এখান থেকেই শুক্রবারে এসে প্রয়োজনীয় কাপড় কেনা হয়।

বউ বাজারের কয়েকজন কাপড় বিক্রেতা বলেন, প্রতি শুক্রবার শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ছুটির দিন। কর্মচারিরা ছুটি না কাটিয়ে বাড়তি কিছু লাভের জন্য প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বাসুনিয়াপট্টি সড়কের দু’পার্শ্বে বিভিন্ন কাপড়ের পসরা বসিয়ে বেচাকেনা করছেন। এখানে শহরের বিপণী বিতানগুলোর চেয়ে কাপড়ের দাম কম হওয়ায় দিন দিন ক্রেতা বিশেষ করে নারী ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। তবে ক্রেতাদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীদেরই ভিড় সবচেয়ে বেশি থাকছে। কম দামে কাপড় বিক্রির কারণ হচ্ছে এখানে দোকান ঘরের ভাড়া নেই, বিদ্যুৎ বিলের বালাই নেই, নেই কোন কর্মচারির বেতন। এ কারণে কাপড়ের দাম কম রেখেই বিক্রি করা সম্ভব হচ্ছে।

বউ বাজারের পরিচালক বিমল আগরওয়াল বলেন, শহরের দুই শতাধিক কাপড় দোকানের কর্মচারী বউ বাজারের কাপড়ের দোকান মালিক। তারা বিভিন্ন দোকান থেকে কাপড় নিয়ে শুক্রবারে বউ বাজারের কাপড় বিক্রি করে আর অন্য দিনগুলোতে বিভিন্ন দোকানে কর্মচারি হিসেবে কাজ করেন। এখানে সব ধরনের কাপড় পাওয়া যাওয়ার কারণে দিনাজপুরের নারীদের কাছে বউ বাজারটি কেনাকাটায় জনপ্রিয় হয়ে ওঠছে। যার নজির এই উপচে পড়া নারীদের ভিড়। তবে পুলিশ কিংবা আনসার নয় দোকানীরা নিজ উদ্যোগে গার্ড নিয়োগ করে বউ বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। ফলে এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সর্বোপরী স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ীরা বউ বাজারের উন্নতিরসহ সার্বিকভাবে সহযোগিতা করছেন।

(এমডি/এএস/জুলাই ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test