E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

২০১৬ জুলাই ১৪ ১৪:৩৯:৩২
দিনাজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কামারপাড়ায় গণপিটুনিতে আজিজুল ইসলাম ওরফে কালা ডাকাত (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে মাহবুব (৪০) নামে আরও এক ডাকাত। বুধবার দিবাগত রাত ৩টায় এই ঘটনা ঘটে।

নিহত আজিজুল চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি গ্রামের ফজু মিয়ার ছেলে। আহত মাহবুব পার্বতীপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ জানায়, গতরাত ৩টায় একদল ডাকাত চিরিরবন্দরের কামারপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিলে এলাকাবাসি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আাজিজুলসহ অপর ডাকাতকে ধরে ফেলে এলাকাবাসি গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই কালা ডাকাতের মৃত্যু হয়।

সকালে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত অপর ডাকাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে দিনাজপুর সদর উপজেলার জালিয়াপাড়া গ্রাম থেকে নিখোঁজের ৩দিন পর জাকির হোসেন (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কোতয়ালী থানার এসআই জিয়াউর রহমান জানান, সদর উপজেলার কাউগাঁ এলাকার মোবারক আলীর পুত্র জাকির হোসেন গত ১২ জুলাই বাড়ী থেকে নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার সকালে বাড়ীর পেছনে কলাবাগানে কলাগাছ চাপা দেওয়া অবস্থায় নিখোঁজ জাকির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।


(/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test