E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন

বাদ পড়া ২৪টি জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেয়ার আল্টিমেটাম

২০১৬ জুলাই ১৮ ১৫:৫৪:২১
বাদ পড়া ২৪টি জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেয়ার আল্টিমেটাম

দিনাজপুর প্রতনিধি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান-২০১০ এর তফসিল থেকে বাদ পড়া মাহালে, মাহাতো, মালো, রাজোয়া, মসহুর সিং, কর্মকারসহ ২৪ টি জাতিগোষ্ঠীর স্বীকৃতি দেয়ার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত তফসিলে সরকারি গেজেটে অন্তর্ভূক্ত করে প্রজ্ঞাপন জারীর আল্টিমেটাম দিয়েছে আদিবাসীদের একটি অংশ। এর মধ্যে দাবী না মানা হয়েছে ২ অক্টোবর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিয়েছে তারা।  

আজ সোমবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মাহালে ল্যাংগুয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) এই ঘোষণা দেয়।

আন্দোলন কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ৩০ আগস্ট উত্তরবঙ্গের সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান, ১৫ সেপ্টেম্বর সংসদের স্পীকার বরাবরে চিঠি প্রদান এবং বিভিন্ন স্থানে মানববন্ধন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমএলডিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাইকেল মানড্রি, এমএলডিসি’র আঞ্চলিক কমিটির সভাপতি পাত্রাস সরেন, মালো জাতির প্রতিনিধি ও দাবি ঘোষণাকারী সন্ধ্যা মালো প্রমুখ।


(এটি/এস/জুলাই ১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test