E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

২০১৬ জুলাই ২৩ ২০:৪৭:৩৯
ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

দিনাজপুর প্রতিনিধি :আগামী ৭ আগষ্ট অনুষ্টিতব্য দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরসহ ৮৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।

দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, ঘোষিত তফশীল অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁর কার্যালয়ে নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরে মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ইউনুছ আলী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুস সাত্তার মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ রাজু আহমেদ (লাঙ্গল), সাম্যবাদী দলের প্রার্থী আশরাফ উদ্দীন (চাকা), জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান (মোবাইল ফোন), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম (কেরাম বোড), আশিক ইকবাল মানিক (চামুচ), ইয়াদ আলী নাহিদ (কম্পিউটার) ও দেলজার হোসেন বিল্লু (জগ) মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

একইভাবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩টি ওয়ার্ডে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর ৯টি ওয়ার্ডে ৬৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

ঘোড়াঘাট পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৫২ এবং মহিলা ৮ হাজার ৬৪৫ জন ভোটার হয়েছে। আগামী ৭ আগষ্ট ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু হায়দার মোঃ ফয়জুর রহমান জানান, ঘোড়াঘাট পৌরসভার সুষ্ঠ, শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশে ভোট গ্রহণের জন্য ৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের বাহিরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন।






(এটি/এস/জুলাই ২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test