E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বারে দ্বারে ভিক্ষা করেই জীবনযাপন করছেন প্রবীণ নিলুফা বেগম

২০১৬ জুলাই ২৬ ১২:৫৩:৫৪
দ্বারে দ্বারে ভিক্ষা করেই জীবনযাপন করছেন প্রবীণ নিলুফা বেগম

দিনাজপুর প্রতিনিধি :জীবন সংসার! জীবন সংসারে যার তিন কুলে কেউ নেই। বয়সের ভারেও ন্যুব্জ হয়ে পড়েছে; চোখেও দেখতে পান না পুরোপুরি। একটা চোখ অপারেশনের মাধ্যমে ভাল হলেও, অন্যটা দিয়ে কিছুই দেখতে পান না।

ভিক্ষাবৃত্তি আর দ্বারে দ্বারে ঘুরে কোন রকমে জীবন জীবিকা চলে প্রবীণ নিলুফা বেগম (৭৫)। মাথা গোঁজার ঠাঁই নেই, তাই অন্যের বাড়ীর খড়কুটের ঘরেই থাকেন তিনি। একদিকে জঠর জ্বালা অন্যদিকে চোখের দুশ্চিন্তায় দু’চোখের নিভু নিভু আলো যেন অন্ধকার।

দেশ স্বাধীনের পূর্বে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ি গ্রামের জনৈক আজিমুদ্দিন এর সাথে বিয়ে হয় নিলুফার। দ্বিতীয় স্ত্রী হিসেবে আজিমুদ্দিনের ঘরে আসলেও তার কোন সন্তান হয়নি। একমাত্র অবলম্বন তার স্বামী কিছু দিন পর মারা যান।

প্রথম পক্ষের স্ত্রী ও তার ঘরের ২ সন্তান, নিলুফারকে এক প্রকার অবস্থান হারা করে দেন। তিনি হয়ে পড়েন সহায় সম্বলহীন। বেরিয়ে পড়েন আশ্রয়ের সন্ধানে। তার অসহায়ত্ব এবং নিঃসঙ্গ জীবনে মাথা গোঁজার ঠাঁই হয় ফুলবাড়ীর পশ্চিম গৌরিপাড়ার জনৈক রহিমদ্দিনের বাড়ি। মাথা গোঁজার ঠাঁই হলেও জঠর জ্বালা নিবারণের থাকে না কোন পথ। তাই বিভিন্ন বাসা বাড়িতে প্রায় ৭ বছর কাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন আর কুলাতে পারেন না বয়সের ভারে। তাই ভিক্ষের ঝুলিই সম্বল হয় তার।

নিজ অন্ন জোগাতে প্রতিদিনই রোদ বৃষ্টি মাথায় নিয়ে বেরুতে হয় ভিক্ষের ঝোলা নিয়ে। ২/৪ বাড়ী ঘুরতে না ঘুরতেই ক্লান্ত হয়ে পড়েন প্রবীণ নীলুফার। অর্ধপুষ্ট শরীর এরই মধ্যে জরা প্রতিটি অঙ্গে। শরীরের অন্য সমস্যার পাশাপাশি দু’চোখে ছানি পড়ে কিছুই দেখতে পেতেন না। ২০১৫ সালে একটি বেসরকারী সংস্থার বিনা মূল্যে চুক্ষু চিকিৎসা ও চোখের অপারেশনের মাধ্যমে ভাল হলেও আবারও ছানি পড়ে গেছে তার দু’টি চোখেই। একে তো দু’চোখে ছানি তারওপর চোখে একটু বাতাস লাগলেই দু’চোখ দিয়ে ঝড়তে থাকে পানি।

চোখ আর জঠর সাথে নুয়ে পড়া বার্ধক্য যেন নীলুফার জীবনকে পদে পদে পিষ্ট করছে বাঁচার আশাকে। তার অসমাপ্ত অসহায়ত্ব, ক্লান্তি, রোগ-শোক, আর অন্ন, বস্ত্র, বাসস্থানের অসহনীয় কষ্ট তার আক্ষেপ’কে ক্ষণে ক্ষণে বাড়িয়ে দেয় তাই সে বলে এভাবে বেঁচে থাকার চেয়ে মরে গেলে খুব ভাল হতো।




(ওএস/এস/জুলাই ২৬,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test