E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমেরিকায় নিহত নাজমা বেগম ঝর্নার দাফন সম্পন্ন

২০১৬ সেপ্টেম্বর ০৫ ১৫:০৭:১১
আমেরিকায় নিহত নাজমা বেগম ঝর্নার দাফন সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি : মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকা কুইন্স হিল টাউনে সন্ত্রাসীর ছুরিকাধাতে নিহত শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা নাজমা বেগম ঝর্নার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার রাত ১০ টায় তার জন্মস্থান আটিপাড়া গ্রামের ঈদগা কবরস্থানে দাফন করা হয়।

রবিবার সকাল সাড়ে আট ৮ টায় এ্যামিরাট এয়ার লাইন্স এর একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছে। এর কিছুক্ষন পরে কাতার এয়ার লাইন্স এর অপর একটি ফ্লাইটে আসেন নাজমার স্বামী অধ্যাপক সামসুল আলম খান ও ছোট ছেলে নাঈমুল আলম খান শুভ। সন্ধ্যা ৭ টার সময় তার মরদেহ বাহি এ্যাম্বুলেন্স শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আসে। এ সময় কান্নয় ভেঙ্গে পরেন নাজমার দীর্ঘ দিনের পুরোনো সহকর্মী, স্বজন, শুভাকাংখি ও ছাত্রীরা।

নাজমা বেগমের লাশ শরীয়তপুর এসে পৌছলে পুরো শরীয়তপুর জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের মাঠে রাখা কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটের সময় শরীয়তপুর পৌর ঈদগা মাঠে নাজমা বেগমের নামাজে জানাজা পড়ানো হয়। এরপর তার নিজ গ্রাম শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামে নিয়ে সেখানে এশার নামাজের পরে রাত শোয়া ৯ টার সময় আটিপাড়া নুর উল কোরআন ফোরকানিয়া মাদ্রাসা ঈদগা মাঠে আরেকবার জানাজা নামাজ শেষে আটিপাড়া ঈদগা সংলগ্ন কবরস্থানে রাত ১০ টার সময় তাকে দাফন করা হয়।

আটিপাড়া গ্রামের মৃত শাহাদাৎ হোসেন খান এর কন্যা নাজমা বেগম একই গ্রামের সামসুল আলম খানের সাথে ১৯৭১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭৮ সালে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে সেখানে শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করেন নাজমা বেগম ঝর্না। একই বছর শরীয়তপুর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হলে সেখানে তার স্বামী সামসুল আলম খান রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। নাজমা টানা ২৭ বছর শরীয়তপুরে চাকুরী শেষে ২০০৫ সালে ঢাকার নবাবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলী হয়ে যান। সেখান থেকে ২০০৮ সালে ডিভি লটারী বিজয়ী হয়ে ২০০৯ সালে স্বামী ও ছোট ছেলে শুভকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পারি জমান। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

কোরবানির ঈদের পর দেশে এসে ছোট ছেলে শুভকে বিয়ে করাবেন বলে কথা ছিল। কিন্তু তার আগেই গত বুধবার আমেরিকার স্থানীয় সময় রাত সাড়ে ৯ টা এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময়ে নিউইয়র্ক এর বাঙ্গালী অধ্যুসিত আবাসিক এলাকা জামাইকা কুইন্স শহরে ১৬০-১২ নর্ম্যাল রোড এর সামনে নিজ বাড়িতে ফেরার পথে দূর্র্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান। জানা গেছে শনিবার রাতে নাজমার খুনি ইয়োনাতান গালভেজ-মার্টিন নামে ২২ বছরের এক যুবককে আটক করেছে নিওইয়র্ক পুলিশ। আটককৃত ওই নাজমাকে খুন করার কথা স্বীকার করেছে পুলিশের কাছে।

(কেএনআই/এএস/সেপ্টেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test