E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গভীর রাতে হোটেলে ডেকে নিয়ে গোসাইরহাটে যুবককে পিটিয়ে হত্যা

২০১৬ অক্টোবর ১৬ ১৫:২৮:৪৫
গভীর রাতে হোটেলে ডেকে নিয়ে গোসাইরহাটে যুবককে পিটিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুরের গোসাইরহাটে গভীর রাতে বাসা থেকে মোবাইল ফোনে কল দিয়ে একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে ফিরোজ সরদার নামে এক যুবক (১৯) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি সালাম পেদা এই হত্যাকান্ড সংগঠিত করেছে বলে জানিয়েছে এলাকাবাসী। পুলিশের দাবি চুরির অভিযোগে গণপিটুনিতে মারা গেছে ফিরোজ।

হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে সালাম পেদার ছেলে বাপ্পী পেদাকে জিজ্ঞাসাবদের জন্য আটক করে থানায় নিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাত ২ টার সময় মোবাইল ফোনে ফিরোজকে নিজ মালিকানাধীন সুমাইয়া আবাসিক হোটেলে ডেকে নেয় স্থানীয় শ্রমিকদল সভাপতি সালাম পেদা। এরপর ফিরোজের হাত পা বেধে তাকে বেদমভাবে পিটিয়ে ফেলে রাখে পাশের একটি স’ মিলে। রাত ৪ টার পরে সালাম পেদা ফিরোজের মাকে ফোন করে ডেকে নেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ফিরোজের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিহত ফিরোজের মা মাহমুদা বেগম বলেন, আমার ছেলে রং মিস্ত্রির কাজ করে। দুইদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। শনিবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত দুইটার সময় সালাম পেদা আমার ছেলের মোবাইল ফোলে কল দিয়ে সুমাইয়া আবাসিক হোটেলে ডেকে নেয়। এর পর ভোর ৪ টার পর সালাম পেদা আমার মোবাইলে ফোন দিয়ে বলে তোমার ছেলেকে নিয়ে যাও। আমি গিয়ে দেখি পাশের একটা স’ মিলের মধ্যে কাঠের গুড়ি দিয়ে আমার ছেলেকে ঢেকে রেখেছে। আমার ফিরোজের দুই হাত দুই পা বাধা ছিল। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পাই। আমি কিছুক্ষন পর গোসাইরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। আমি খুনি সালাম পেদার ফাঁসি চাই।

ফিরোজের বাবা সবুজ সরদার বলেন, আমার ছেলেকে বীনা কারনে সালাম পেদা পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলে হত্যাকারির এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোন দিন কারো মা বাবার বুক এমনভাবে কেউ খালি করতে না পারে।

গোসাইরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল উদ্দিন বলেন, নিহত ফিরোজ সরদার আমার ওয়ার্ডের বাসিন্দা। তাকে গোসাইরহাট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সালাম পেদা পিটিয়ে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের বিচার দাবি করছি।

গোসাইরহাট থানার ওসি মো. মোফাজ্জল হোসেন বলেন, ফিরোজ সরদারের নামে এর আগেও চুরির অভিযোগ রয়েছে। তাকে শনিবার রাতে একটি চুরির অভিযোগে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সালাম পেদার ছেলে বাপ্পী পেদাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







(কেএনআই/এস/অক্টোবর১৬,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test