E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩

২০১৬ অক্টোবর ১৭ ১৬:১৫:৫৫
গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের এএসপি আক্তারুজ্জামান পিপিএম ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুর্শেদুল হাসান খানের নেতৃত্বে রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাকৃত পলাতক আসামী, জুয়ারী ও মাদক বিক্রেতাসহ ৩৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সহনাটী ইউনিয়নের পাছার গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আব্দুর রাশিদ (৬০), হারুন মিয়ার পুত্র মোঃ ছলিম মিয়া(৩৮), ধোপাজাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র নুর মোহাম্মদ (৬২), ভালুকাপুরের তোতা মিয়ার পুত্র ভুল্টন মিয়া (২৫), মৃত ছাবেদ আলীর পুত্র হক মিয়া (৪০), মৃত বদর উদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (৩০), মৃত শহর আলীর পুত্র তাহের উদ্দিন (৪৫), পাছার গ্রামের ফালু মিয়ার পুত্র আবু চাঁন (৪৮), অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র বিল্লাল হোসেন (৪২), জামাল উদ্দিন (৩৫), মৃত আবাল হোসেনের পুত্র মতি মিয়া (৪৮), জালাল উদ্দিনের পুত্র আব্দুর রাশিদ (৪৫), ২নং গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল গ্রামের হেলাল উদ্দিনের পুত্র হাবি মিয়া (২৫), বায়ড়াউড়া গ্রামের ছালামের পুত্র রুবেল মিয়া (২৫), কোনাপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রেখা আক্তার (২২), ৪নং মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামের আবুল কালামের পুত্র জিন্নাতুল ইসলাম (২৫), ৬নং বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত আলতাব আলী চৌধুরীর পুত্র মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (৪৫), স্বল্পপশ্চিমপাড়া গ্রামের মৃত মইজ উদ্দিনের পুত্র মোঃ মতি মিয়া, মোঃ মতি মিয়ার পুত্র মোঃ হানিফ মিয়া, নিজামাবাদের নুর হোসেনের পুত্র হারেজ মিয়া, পৌর শহরের পশ্চিম দাপুনিয়ার আব্দুল মজিদের পুত্র কাদির ওরফে ভগবান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুর হাসান খান জানান, যৌতুক মামলা, দ্রুত বিচার ট্রাইবুনাল, অর্থঋণ আদালত, বিদ্যুৎ আদালতের গ্রেফতারী পরোয়ানাকৃত পলাতক আসামী ও মাদক বিক্রেতাদের ধরতে পুলিশ সুপারের নির্দেশ এই অভিযান পরিচালিত হয়। তা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

(এসআইএম/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test