E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলেজ সরকারিকরনের দাবিতে জাজিরায় হাজার হাজার শিক্ষার্থীর মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

২০১৬ অক্টোবর ২৪ ১৭:৩০:৪৮
কলেজ সরকারিকরনের দাবিতে জাজিরায় হাজার হাজার শিক্ষার্থীর মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা ডিগ্রি কলেজ সরকারি করনের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক শরীয়তপুর-ঢাকা মহা সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জাজিরা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছারাও আশে পাশের কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অভিবাবক ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন। এ সময় প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করতে থাকে। ফলে , সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, সরকারের নতুন শিক্ষা নীতি অনুযায়ী প্রতিটি উপজেলা সদরে একটি করে কলেজ ও উচ্চ বিদ্যালয় সরকারি করনের নিয়ম করা হলেও স্থানীয় সংসদ সদস্যের বিধি বহির্ভূত হস্তক্ষেপ ও সুপারিশের কারনে উপজেলা সদর থেকে ১৫ কিলো মিটার দুরে বিকে নগর বঙ্গবন্ধু কলেজটি সরকারি করণ করা হয়। এর প্রতিবাদে এবং উপজেলা শহরের সবচেয়ে প্রাচীন জাজিরা ডিগ্রি কলেজে সরকারি করনের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা ঘোষনা দিয়েছে, যত দিন এই কলেজটি সরকারি করণ করা না হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে।

(কেএনআই/এএস/অক্টোবর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test