E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান

২০১৬ অক্টোবর ২৫ ১৭:৩৪:৩৭
শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের কোর্ট এলাকার ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা সদরের ঢাকা-শরীয়তপুর সড়কের কোর্ট বাজার এলাকার ফয়েজ টেলিকম নামের একটি মোবাইলের দোকানের দোতালায় আগুন দেখতে পায় স্থানীয়রা। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে শরীয়তপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। ১ ঘন্টা প্রচেষ্টা চালানোর পর বেলা সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রেনে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় একজন ব্যাবসায়ী  আহত হয়েছেন।

অগ্নিকান্ডের সুত্রপাত এখন নিশ্চিত করতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। অগ্নিকান্ডে কোর্ট বাজারের ২ টি মোবাইলের দোকান, ১ টি দাহ্য তেলের দোকান ও ১ টি কম্পিউটারের দোকান সম্পূর্ণ ভষ্মীভুত হয়েছে। এছারাও পার্শ^বর্তী ২ টি মুদি দোকানের আশিংক পুরে গেছে। এতে প্রায় শোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ব্যবসায়ীরা।

পুড়ে যাওয়া দোকান গুলো হলো, বাহার ডিপার্টমেন্টাল স্টোর, ফয়েজ টেলিকম, জননী টেলিকম এবং স্বাদ কনফেকসনারী।
ফয়েজ টেলিকম’র মালিক ফয়েজ আহম্মেদ বলেন, তার দোকানের প্রায় ৩৫ লক্ষ টাকার মোবাইল, মোমাইল সিম কার্ড ও মোবাইলের সরঞ্জাম ছিল। তা সমস্তটাই পুড়ে গেছে।

বাহার ডিপর্টমেন্টাল স্টোর, স্বাদ কনফেকশনারী এবং জননী টেলিকমের মালিক জানান, তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আমরা আগুনের কথা শুনে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

(কেএনআই্/এএস/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test