E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে চার ডিলারকে কারাগারে পাঠিয়েছে দুদক

২০১৬ নভেম্বর ০৪ ১৪:২৭:৩৬
শরীয়তপুরে চার ডিলারকে কারাগারে পাঠিয়েছে দুদক

শরীয়তপুর প্রতিনিধি : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে শরীয়তপুর সদর উপজেলার ৪ ডিলারকে আটক করেছে দুদক। আটককৃতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ডিলার দবির উদ্দিন তালুকদার, ফিরুজ খান, মাহমুদপুর ইউনিয়নের ডিলার আলী হোসেন ও রুদ্রকর ইউনিয়নের ডিলার শহীদুল শিকদার। এ সকল ডিলারদের অনিয়মের অভিযোগে গত মাসে তাদের ডিলারশীপ বাতিল করেছিল শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন থেকে ফিরুজ খান ও দবির তালুকদার, মাহমুদপুর ইউনিয়ন থেকে আলী হোসেন ও রুদ্রকর ইউনিয়ন থেকে শহীদুল শিকদারকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে সন্ধ্যা সাড়ে ৬টায় পালং মডেল থানায় আনা হয়। আটককৃতদের পালং মডেল থানা পুলিশের সহায়তার আদালতে প্রেরণ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক এসএম সাজ্জাদ হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূটির চাল মাপে কম দেয়া, হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি না করে বেশী দামে বাহিরে বিক্রি করার অভিযোগে চারজন ডিলারকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

(কেএনআই/এএস/নভেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test