E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে পরীক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মানববন্ধন

২০১৬ নভেম্বর ১২ ২২:১০:৪৬
শরীয়তপুরে পরীক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১৪ জন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের পিটিয়ে আহত ঘটনা ঘটে গত বৃহস্পতিবার দুপুরে। ঘটনার দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পালং মডেল থানায় বখাটে শামীমসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বখাটে শামীম ও তার সহযোগীরা গ্রেফতার না হওয়ায় ফুসে উঠেছে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীরা। শনিবার বখাটেদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে শরীয়তপুর-বিনোদপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে অভিবাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক এমপি সরদার এ কেএম নাসির উদ্দিন কালু, মামলার বাদী ও প্রধান শিক্ষক মোঃ বাবুল মিয়া, শিক্ষক সমিতি ফরিদপুর অঞ্চলের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, এ্যাডভোকেট মৃধা নজরুল কবির, এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন, বিদ্যালয় অভিভাবক সদস্য আলহাজ্ব আব্দুল হাই সরদার, সদর উপজেলা শিক্ষক সমিতি সহ-সভাপতি ও বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভুনাথ পোদ্দারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে আমাদের কয়েকজন জেএসসি শিক্ষার্থীদের উপর বখাটে শামীম দেওয়ান, আমির দেওয়ান, আরিফ দেওয়ান ও রাসেল বেপারী সহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা করে। হামলাকারীরা ১৪ জেএসসি পরীক্ষার্থীকে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের মধ্যে ৯ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐ দিনই পালং মডেল থানায় শামীম দেওয়ান, আমির দেওয়ান, আরিফ দেওয়ান ও আবুল হোসেনকে আসামী করে মামলা দায়ের করে। ঘটনার ৩ দিন পার হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় আমরা বখাটেদের বিচার নিয়ে শঙ্কায় আছি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব বখাটেদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় এ মারধর করা হয় শিক্ষার্থীদের। আহত শিক্ষার্থীরা সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার জেএসসি শারীরিক পরীক্ষা শেষে আংগারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা এ হামলা চালায়।

(কেএনআই/এএস/নভেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test