E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে নিখোঁজের ৯ দিন পর শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ উদ্ধার

২০১৬ নভেম্বর ১৫ ১৪:২৮:২৭
শরীয়তপুরে নিখোঁজের ৯ দিন পর শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি :৯ দিন নিখোঁজ থাকার পর শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট দেওভোগ গ্রামে বাড়ির পাশে একটি ডোবা থেকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বস্তা ভর্তি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত নাইমুল ইসলাম (১২) গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। নাইমুল দেওভোগ গ্রামের নুরুল ইসলাম তালুকদার ও লুৎফা বেগমের তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। তার বাবা ঢাকায় ব্যবসা করে। মাত্র দুই বছর আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে।

নাইমুল পার্শবর্তি ডামুড্যা বকুলতলা আইডিয়াল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ছিল। মাত্র দুই মাস আগে বুড়ির হাট উচ্চ বিদ্যালয় থেকে টিসি নিয়ে এই মাদ্রাসায় তাকে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান, ওসি তদন্ত এমারত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। নিহত নাইমুলদের বাড়ি গিয়ে দেখা গেছে তার মা লুৎফা বেগম ও স্বজনদের আহাজারি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের কোন শত্রু ছিলনা। ছেলেটি খুব চঞ্চল ও দুরন্ত প্রকৃতির ছিল। তাই ৯ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হলেও থানায় কোন জিডি না করে ফেইজবুকে ওর ছবি দিয়ে নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল। দুষ্টুমি বা চঞ্চলতাই ওর মৃত্যুর কারণ হতে পারে বলে পরিবারের সদস্যদের প্রাথমিক ধারনা। তবে তদন্ত সাপেক্ষে এই হত্যাকান্ডের মূল কারণ উদঘাটনের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তরা ।

নিহত নাইমের স্বজন স্বপ্না বেগম, মাহফুজা ও দোলা আক্তার বলেন, নাইম অত্যন্ত দূরন্ত প্রকৃতির ছেলে ছিল। সারাদিন খেলাধুলা করে সময় কাটাতো । দুই বছর আগে ওরা সবাই ঢাকা থেকে দেশে আসে। পড়াশোনায় মনোযোগ ছিলনা নাইমের। মাত্র ২ মাস আগে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে ওর মা ওকে ডামুড্যায় একটি মাদ্রাসায় ভর্তি করে। সেখানেও পড়াশোনায় মন টিকছিলনা নাইমের। কারো সাথে ওদের পরিবারের কোন বিরোধ ছিল না। গত ৯ দিন যাবত নাঈম নিখোঁজ ছিল। আমরা অনেক খোঁজাখুজির পরেও তার কোন খোঁজ পাইনি।

মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে লাশের দূর্গন্ধ ভেসে আসছিল। কুকুর সেখানে একটা কিছু নিয়ে টানা হেচরা করতে দেখে স্থানীয়রা ডোবা থেকে কচুড়িপানা সড়িয়ে সেখানে নাইমের বস্তা ভর্তি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। যারা নাইমের হত্যার সাথে জড়িত আমরা তাদের বিচার দাবি করছি।

শরীয়তপুরের সহকারি পুলিশ সুপার তানভীন হাওদার শাওন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ৯ দিন আগে নিখোজ ১২ বছরের কিশোর নাইমের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করি। লাশের সুরৎহাল ও ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন উদঘাটনের চেষ্টা করে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(কেএনআই/এস/নভেম্বর ১৫ ,২০১৬ )

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test