E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে শরীয়তপুরে উলামা পরিষদের মানববন্ধন

২০১৬ নভেম্বর ২৪ ১৪:৫০:৪৫
মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে শরীয়তপুরে উলামা পরিষদের মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : মায়ানমারের মুসলিম রোহিঙ্গা অধ্যুসিত আরাকান রাজ্যে মুসলমানদের উপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে শরীয়তপুর উলাামা পরিষদের ডাকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে  সাড়ে ১১ টা পর্যন্ত শরীয়তপুর-ঢাকা মহা সড়কে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুলিশ বক্সের সামনে থেকে শরীয়তপুর বাসস্ট্যান্ড পর্যন্ত তিন কিলোমিটার ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

সকাল নয়টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে আলেম উলামা এবং সাধারণ ধর্মপ্রান হাজার মুসলমান ব্যানার, ফেস্টুন প্লাকার্ড বহন করে, নানা ধরনের শ্লোগান দিতে দিতে শরীয়তপুর জেলা শহরে জরো হতে থাকে। এক সময় কানায় কানায় পুর্ন হয়ে যায় জেলা শহরের প্রধান সড়কটি। কয়েক হাজার মানুষ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় উলামা পরিষদের নেতা মুফতি মাওলানা শফিউল্লাহ খান, মাওলানা আবু বকর, মাওলানা সাঈফুর রহমান, মাওলানা খন্দকার শহিদুল্লাহ, মাওলানা সাব্বির আহমেদ, শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা জিপি এ্যাডভোকেট আলমগীর মুন্সি, বিএনপি নেতা এ্যাডভোকেট মৃধা নজরুল, বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহনকারি বক্তারা রোহিঙ্গাদের উপর গণহত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগসহ সকল মানবতা বিরোধী ধংষ যজ্ঞ বন্ধ করতে বাংলাদেশ সরকারের কুটনৈতিক ভূমিকা রাখতে জোর আবেদন জানিয়েছেন। তারা রোহিঙ্গাদের এই দুর্দিনে সীমান্ত ঘুলে দিয়ে বাংলাদেশে তাদের আশ্রয় দেয়ার জন্যও সরকারের কাছে আহবান জানান। সবশেষে মানববন্ধনের আয়োজনকারিরা শরীয়তপুরের জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন।

(কেএনআই/এএস/নভেম্বর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test