E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নদীর ভাঙ্গনের হাত থেকে সুন্দরবনসহ ৩টি গ্রাম রক্ষায় মানববন্ধন

২০১৬ নভেম্বর ২৬ ১৬:৪০:০৯
নদীর ভাঙ্গনের হাত থেকে সুন্দরবনসহ ৩টি গ্রাম রক্ষায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলার পশুর নদীর ভাঙ্গন থেকে সুন্দরবনসহ  কেয়াবুনিয়া, কলাতলা ও আমতলা গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে পশুর নদীর তীরে ‘পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন শেষে পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, চিলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম হাওলাদার, মুক্তিযোদ্ধা মো. ইউনুসুর রহমান, চিলা জেলে সমিতির সাধারন সম্পাদক রনজিৎ প্রামাণ্য ও নারীনেত্রী গীতা হালদার।

সমাবেশে বক্তারা ভাঙ্গনের কবল থেকে ৩টি গ্রামসহ সুন্দরবনকে রক্ষার দাবী জানিয়ে বলেন, অপরিকল্পিত শিল্পায়ন এবং মুনাফা লোভী বনখেকোদের নগ্ন হামলা থেকে সুন্দরবন ও পশুর নদীকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান।

(একে/এএস/নভেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test