E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর মুক্ত দিবস পালিত

২০১৬ ডিসেম্বর ২০ ১৬:৩০:৪৩
চাটমোহর মুক্ত দিবস পালিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ৭১’ সালের এই দিনে চাটমোহর হানাদার মুক্ত হয়েছিলো।

মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকাল ১০টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও এলাকার সাধারন মানুষের অংশ গ্রহনে র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ময়েজের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস এম মোজাহারুল হকের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. গোলজার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য মো. হাবিবুর রহমান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার, আলহাজ্ব রওশন আলম, মো. আজির উদ্দিন, মো. আবুল হাশেম, ইগনা সিউজ গমেজ, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কেএস বেলাল হোসেন স্বপন, ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে তখনও চাটমোহরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা অবস্থান করছিল। পরে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে দিশেহারা হয়ে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পনে রাজি হয় হানাদার বাহিনী। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর সকাল ১১ টায় ২২ জন পাক বাহিনী আত্মসমর্পণ করার পর চাটমোহর হানাদার মুক্ত হয়। পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।







(এসএইচএম/এস/ডিসেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test