E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১১২টি পরিবারে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

২০১৬ ডিসেম্বর ২২ ১৭:৪৭:৫৭
১১২টি পরিবারে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয় থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের অবস্থান। অথচ স্বাধীনতার ৪৫ বছর পরেও গ্রামটিতে লাগেনি বিদ্যুতের ছোঁয়া। ডিজিটাল এ যুগেও কেরোসিন তেলের কুপি বাতি, হারিকেন আর চার্জার লাইটে চলছিল আলো জ্বালানোর কাজ।

অবশেষে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ১১২টি পরিবারে ঘুচলো সেই আঁধার। বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছসিত গ্রামবাসী। ২৫ লাখ টাকা ব্যয়ে বাহাদুরপুর পশ্চিমপাড়া ও আনকুটিয়া (আংশিক) গ্রামের পৌনে দুই কিলোমিটার দীর্ঘ এই বিদ্যুৎ লাইনে ১১২টি পরিবারে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।

এদিন দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ঘোষণা করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আজিজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এমএস) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার, এজিএম (কওম) শয়ম রায়, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিক। মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহীন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার বিপ্লব চন্দ্র মিত্র, সাংবাদিক শামীম হাসান মিলন, সঞ্জিত সাহা কিংশুক, বকুল রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহিম। বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছসিত গ্রামবাসী বর্তমান সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test