E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে হাত বাড়ালেই পাওয়া যায় মাদক

২০১৭ জানুয়ারি ১৮ ১৭:১০:৪৯
হালুয়াঘাটে হাত বাড়ালেই পাওয়া যায় মাদক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাট ভাট্রা বাজারে জমজমাট মদের বাণিজ্য হাত বাড়ালেই পাওয়া যায় মাদক বোতলজাত করে চালানো হয় সাপ্লাাই বাণিজ্য।  জানা যায়, উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্রা বাজার প্রবেশ মুখে মোড় নামক স্থানে ও গ্রামীণফোনের  টাওয়ার সংলগ্নস্থানে স্থায়ীভাবে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৩০-৪০টি পরিবারে চলছে চোলাই মদের একচেটিয়া বাণিজ্য।

মাদকের করালগ্রাসে উঠতি বয়সের যুব সমাজ যেমনিভাবে প্রভাবিত হচ্ছে তেমনি বয়স্ক ব্যক্তিরাও পাল্লা দিয়ে এ নেশায় আসক্ত হয়ে পড়ছে। পার্শবর্তী উপজেলা ফুলপুর ও ধোবাউড়া থেকে প্রতিদিন প্রায় ৫০-৬০ জন মাদকসেবী অত্র এলাকায় সন্ধ্যার পর হতেই সমাগম ঘটে। প্রতি লিটার মদ বিক্রি হচেছ ১০০-১২০ টাকা দরে। একাদিক বাড়িতে মাদকসেবীদের নিয়ে চলে সন্ধ্যা থেকে গভীর রাত অবধী মদের আসর। পাশাপাশি চলে ইয়াবা বিক্রির মহোৎসব । এভাবে একে একে প্রতিটি ইউনিয়নে মাদকের প্রভাব বিস্তার লাভ করছে।

সম্প্রতি সময়ে কিছু মাদকসেবী থানা পুলিশ আটক করলেও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের বাণিজ্যের বিষয়ে থানা পুলিশকে একাধিকবার অবগত করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ অনেকটাই উদ্দেশ্যেহীনভাবে। তারা আরো বলেন, মাদকের টাকায় বাজারটি জমজমাট রয়েছে। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন পুলিশকে অবগত করে উল্টো নিজেই মামলা খেয়েছেন। প্রশাসন কে মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে এলাকা থেকে মাদক মুক্ত করার আহবান জানান স্থানীয়রা । শ্রীঘ্রই মাদকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হলে যুব সমাজসহ এলাকার অপূরণীয় ক্ষতি সাধিত হবে। মাদকের প্রভাব থেকে উত্তোরণ চান স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা- এ প্রতিবেদক কে জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান বিদ্যমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আটকের সর্বোচ্চ প্রচেষ্টা থানা পুলিশ গ্রহণ করেছে।

(জেসিজি/এএস/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test