E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি লিটন হত্যা : সন্দেহভাজন আরো আটক ৪

২০১৭ জানুয়ারি ২৭ ১৬:১১:২০
এমপি লিটন হত্যা : সন্দেহভাজন আরো আটক ৪

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহভাজন জামায়াত-শিবিরের আরও ৪ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের আব্দুল জোব্বারের ছেলে সাজু মিয়া (৩৬), জয়নাল আবেদিনের ছেলে নূরুল ইসলাম (৩৪), মৃত রইচ উদ্দিনের ছেলে তাহের আলী (৫৮) ও একই উপজেলার তিনদহ গ্রামের জামাত আলীর ছেলে আসাদুল ইসলাম (৩০)।

এর আগে, গত ২৮ দিনে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় আরও ১৫২ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ১৫৬ জনকে আটক করা হলো। আটকদের অধিকাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী। এদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাছুম ও রেজাউল করিম নামে এক ইউপি সদস্যসহ ১৩ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। তারা জামায়াত শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে তাদের গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

এদিকে আটকদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে একাধিকবার যোগাযোগ করা হলেও সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

(এসআইআর/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test