E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

২০১৭ জানুয়ারি ৩০ ১৫:৪৭:১২
পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবীতে ঈশ্বরদীতে পাবনা জেলা পৌর কাউন্সিলর এসোাসিয়েশনের মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পাবনা জেলার ৯টি পৌরসভার কাউন্সিলর ঈ্বরদী প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র সাইদ হাসান শিমুলের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলর আমিনুর রহমানের সঞ্চাচালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোাসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জনি, সহ-সাংগাঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জোয়াদ্দার, চাটমোহর পৌরসভার নাজিম উদ্দিন, সুজানগরের মনসুর আলী, পাবনা সদরের আইয়ুব সরদার, ভাঙ্গুড়ার রফিকুল ইসলাম, আটঘোড়িয়ার এম ফরহাদ হোসেন, সদরের নারী কাউন্সিলর আফরোজা খাতুন ছবি এবং ঈম্বরদীর ফিরোজা বেগম। সভায় বক্তারা ‘ক’ শ্রেণীর পৌরসভাভূক্ত কাউন্সিলরদের ২৫,০০০ টাকা, ‘খ’ শ্রেণীর ২০,০০০ টাকা এবং ‘গ’ শ্রেণীর ১৫,০০০ সম্মানী ভাতা প্রদানের দাবি জানান।

মানববন্ধন শেষে ৯টি পৌরসভার কাউন্সিলরা ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি পাবনা জেলা প্রশাসকের নিকট প্রদান করেন।

(এসকেকে/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test