E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ০৫ ১৬:২২:২২
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহাজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে পাবনার চাটমোহরে রবিবার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের থানা মোড় আমতলায় সকাল ১১ টয় সমকাল সুহৃদ সমাবেশ ও চাটমোহরে কর্মরত সাংবাদিকদের আয়োজনেএ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

দৈনিক সমকাল চাটমোহর উপজেলা প্রতিনিধি শামীম হাসান মিলনের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টুর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল করিম খাঁন আরোজ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান, এলডিও’র নির্বাহী পরিচালক নূর-ই আলম মঞ্জু।

এছাড়াও আরো বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের চাটমোহর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল কবির রঞ্জু, মানবাধিকার কর্মী জয়দেব কুন্ডু গনো, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুত্তালিব।

এ সময় বক্তারা বলেন, অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়াও সাংবাদিকদের মামলা, হামলা, নির্যাতন, হয়রানির শিকার হতে হয়। তারপরও সাংবাদিকরা দেশ, জাতি ও সমাজের অসংগতি, ত্রুটি, বিচ্যুতি তুলে ধরে মানুষের অভাব-অভিযোগের কথা প্রকাশ করেন। দুর্ভাগ্যজনক হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার না হওয়ায় সন্ত্রাসী-দুর্বৃত্তরা বেপরোয়া হয়েছে। সাংবাদিক শিমুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।











(এসএইচ/এস/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test